Advertisement
Advertisement

Breaking News

Two migrant labourers from West Bengal died in Odisha

ভিনরাজ্যে কাজে গিয়ে বিপত্তি, প্রাণ গেল বাংলার ২ যুবকের

ওড়িশায় ব্রিজ নির্মাণের কাজে গিয়েছিলেন ওই পরিযায়ী শ্রমিকেরা।

Two migrant labourers from West Bengal died in Odisha । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:July 1, 2022 12:09 pm
  • Updated:July 1, 2022 12:51 pm

রাজা দাস, বালুরঘাট: ভিনরাজ্যে কাজে গিয়ে প্রাণ গেল বাংলার দুই যুবকের। ওড়িশায় শ্রমিকের কাজে গিয়েছিলেন তাঁরা। ওই পরিযায়ী শ্রমিকেরা দক্ষিণ দিনাজপুর জেলার হিলির বাসিন্দা। তাঁদের মৃত্যু সংবাদ পৌঁছনোর পরই গ্রামে নেমেছে শোকের ছায়া।

নিহতেরা হলেন বছর কুড়ির কনক পাহান এবং আঠারো বছর বয়সি বাদল পাহান। তাঁরা দু’জনেই দক্ষিণ দিনাজপুরের হিলি থানার ত্রিমোহিনীর মোহিষনোটার বাসিন্দা। সংসারের একমাত্র রুজিরোজগারী দু’জনে। পরিবারের সকলের মুখে দু’মুঠো অন্ন জোগানোর আশায় ওড়িশার খরদহে ব্রিজ নির্মাণের কাজে গিয়েছিলেন কনক এবং বাদল।

Advertisement

[আরও পড়ুন: অ্যাঞ্জেলিনা জোলির কায়দায় কৃত্রিম স্তন বাংলার মেয়ের, এসএসকেএমে নজিরবিহীন অস্ত্রোপচার]

খরদহে ব্রিজের কাজের শেষে সেখানেই ঘুমোচ্ছিলেন তিনি। সেই সময় ঘুমন্ত ওই দুই যুবকের ঘরে পাথরবোঝাই লরি ঢুকে যায়। তাতেই পিষে মৃত্যু হয় দু’জনের। তাঁদের দেহ আপাতত ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শুক্রবার ভোরে পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়। ঘরের ছেলের দেহ ফেরার অপেক্ষায় পরিজনেরা।

Advertisement

উল্লেখ্য, জুনের শেষে কেরলে কাজ করতে যাওয়া বাংলার দুই শ্রমিকের মৃত্যু হয়। জানা গিয়েছে, আলকাস শেখ (৩২) ও আসরাফুল শেখ (২৯) ওরফে বচ্চন কেরলের মালাপ্পুরম জেলার ত্রিশূল এলাকায় কাজ করতে গিয়েছিলেন। শৌচকর্মের সময় শৌচাগারে পকেট থেকে পড়ে গিয়েছিল টাকার বান্ডিল। জলের তোড়ে তা সরাসরি চলে যায় চেম্বারে। সেপটিক ট্যাঙ্কে নেমে সেই টাকার বান্ডিল উদ্ধার করতে গিয়ে কেরলে কাজে যাওয়া বাংলার দুই ভাইয়ের মৃত্যু হয়। একই পরিবারের দুই সন্তানের মৃত্যুর ঘটনায় পূর্ব বর্ধমানের ভাতার থানার এরুয়ার গ্রামে নামে শোকের ছায়া। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বাংলার দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে হতাশ দক্ষিণ দিনাজপুরের হিলি। 

[আরও পড়ুন: শীর্ষ নেতৃত্বের নির্দেশে বাধ্য হয়েই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে ফড়ণবিস, কটাক্ষ পওয়ারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ