Advertisement
Advertisement

Breaking News

সৌদি আরবে কাজ করতে গিয়ে নিখোঁজ ২ যুবক, মৃত্যু বলে আশঙ্কা পরিবারের

এই দুই যুবক শান্তিপুরের বাসিন্দা।

Two youth of Shantipur missing in Saudi Arab, family fear for death
Published by: Bishakha Pal
  • Posted:October 25, 2019 9:27 pm
  • Updated:October 25, 2019 9:57 pm

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: কর্মসূত্রে সৌদি আরবে গিয়ে নিখোঁজ দুই যুবক। পরিবারের আশঙ্কা, বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁদের। পরিবার সূত্রে খবর, ১৬ অক্টোবরের পর থেকে ওই দুই যুবকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এর মাঝেই খবর আসে, মক্কায় হজ করতে যাওয়ার আগে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ার শান্তিপুর পুরসভা এলাকার ২২ নম্বর ওয়ার্ডের কারিগরপাড়ায় বাড়ি হাকিম আলি কারিগর ও মঙ্গল আহমেদ কারিগর নামে ওই দুই যুবকের। তাদের বয়স ২৪ থেকে ২৬-এর মধ্যে। ৩ বছর আগে সৌদি আরবে শপিংমলে কাজের জন্য গিয়েছিলেন তাঁরা। শনিবার বাড়ি ফেরার কথা ছিল হাকিম আলির। হাকিমের পরিবারের লোকজন জানিয়েছেন, গত ১৬ অক্টোবর হাকিমের সঙ্গে মোবাইলে শেষ কথা হয় তাদের। এরপর থেকে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন বন্ধ রয়েছে তাঁর। এর মধ্যে বৃহস্পতিবার সৌদি আরবে হাকিমের বন্ধু মারফৎ তারা খবর পেয়েছে, বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হাকিমের। তিনি ও মঙ্গল উমরা হজ করার উদ্দেশ্যে বাসে করে মদিনা থেকে মক্কায় যাচ্ছিলেন। বাস দুর্ঘটনায় মৃত্যু হয় হাকিমের। মঙ্গল নামের ওই যুবকেরও দুর্ঘটনায় মৃত্যু হওয়ার আশঙ্কা করছেন তাঁর বাড়ির লোকজন।

Advertisement

[ আরও পড়ুন: আচমকা বন্ধ ৬টি ইউনিটই, আঁধারে ডুবল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ]

যদিও নদিয়া জেলা প্রশাসনের কাছে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত খবর নেই। রানাঘাট পুলিশ জেলার সুপার ভি এস আর অনন্তনাগ জানিয়েছেন, “এই ধরনের একটা খবর আমাদের কানে প্রাথমিকভাবে এসেছে ঠিকই। তবে তা কতটা সত্যি, তা এখনও পর্যন্ত যাচাই করা সম্ভব হয়ে ওঠেনি। আমরা খোঁজখবর চালাচ্ছি।” শান্তিপুর পুরসভার চেয়ারম্যান অজয় দে জানিয়েছেন, “কেউ কেউ বলছেন যে, ওই দুই যুবকের মৃত্যু হয়েছে বাস দুর্ঘটনায়। তবে সেটা এখনও নিশ্চিত করা যায়নি। যদিও বেশ কিছুদিন ধরে ওই দুই যুবকের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করতে পারছেন না তাঁদের বাড়ির লোকজন। তাই কিছু একটা অঘটন ঘটে যাওয়ার আশঙ্কা রয়েই যাচ্ছে।” শুক্রবার রানাঘাটের মহকুমা শাসক হরসিমরন সিংহ জানিয়েছেন, সরকারিভাবে তাঁর কাছেও কোনও খবর এসে পৌঁছায়নি। তাই এ নিয়ে তিনি কিছু বলতে পারবেন না।

Advertisement

ছবি- সুজিত মণ্ডল

[ আরও পড়ুন: টানা বৃষ্টিতে দিঘায় জলোচ্ছ্বাস, পর্যটকদের সমুদ্র স্নানে জারি নিষেধাজ্ঞা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ