Advertisement
Advertisement

Breaking News

corona cases

ভোট মরশুমে আতঙ্ক বাড়াচ্ছে করোনা গ্রাফ, রাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ৬ হাজার

করোনা আক্রান্ত হয়েছেন বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ।

West Bengal reports more than 5800 corona cases in last 24 hours | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:April 14, 2021 7:28 pm
  • Updated:April 14, 2021 9:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মরশুমে হু হু করে বাড়ছে রাজ্যের সংক্রমণের মাত্রা। ইতিমধ্যেই কলকাতা হাই কোর্ট সমস্ত রাজনৈতিক দলগুলিকে কোভিডবিধি মেনে প্রচারের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের পর সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আর বুধবারই অতীত সব রেকর্ড ভেঙে দিল বাংলার দৈনিক করোনা সংক্রমণ। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। বুধবারই করোনা আক্রান্ত হয়েছেন বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ। আপাতত রয়েছেন হোম আইসোলেশনে।

এদিন স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার (Corona Virus) কবলে পড়েছেন ৫,৮৯২ জন। যার মধ্যে শহর কলকাতায় একদিকে আক্রান্ত ১,৬০১ জন। সংক্রমণের নিরিখে প্রত্যাশিতভাবেই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ১,২৭৭ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনা একদিনে সংক্রমিতের সংখ্যা ৩৩৭। হাওড়ায় একদিনে আক্রান্ত ৩৩০ জন। উল্লেখযোগ্যভাবে দৈনিক সংক্রমণ বেড়েছে বীরভূমে। একদিনে সেখানে আক্রান্ত ৩২৯ জন। এদিকে, পর্যটকের সংখ্যা বাড়তে কোভিড আক্রান্ত বাড়ছে দার্জিলিংয়েও। ২৪ ঘণ্টায় সেখানে ১০৯ জনের শরীরে থাবা বসিয়েছে এই ভাইরাস। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৬ লক্ষ ৩০ হাজার ১১৬ জন।

Advertisement

[আরও পড়ুন: নতুন করে উত্তপ্ত বরানগর, তৃণমূল কর্মীর শ্লীলতাহানি-মারধর! থানার বাইরে বিক্ষোভ]

গত কয়েকদিনের মতোই উদ্বেগ বাড়িয়ে ফের একলাফে অনেকখানি বাড়ল রাজ্যের অ্যাকটিভ কেসও। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩২ হাজার ৬২১। একইসঙ্গে এই ভাইরাস এখনও কেড়ে চলেছে মানুষের প্রাণও। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনার বলি ২৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১০ হাজার ৪৫৮ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ।

Advertisement

তবে করোনা ভাইরাস (COVID-19) সঙ্গে লড়াইয়ে ভরসা জোগাচ্ছেন কোভিডজয়ীরাই। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ২২৯৭ জন। এ নিয়ে মোট ৫ লক্ষ ৮৭ হাজার ৩৭ জন করোনাজয়ী। উদ্বেগ বাড়িয়ে সুস্থতার হার গতকালের তুলনায় ফের কমল। বর্তমানে ৯৩.১৬ শতাংশ মানুষ মারণ ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন। দেশজুড়ে টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিংও। বাংলাতেও বেড়েছে টেস্টিংয়ের গতি। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ৪৬৩ জনের।

[আরও পড়ুন: নজরে পঞ্চম দফার ৪৫ আসনের নির্বাচনী লড়াই, কী বলছে গ্রাউন্ড রিপোর্ট?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ