Advertisement
Advertisement

Breaking News

রিলায়েন্স গোষ্ঠি

এবার কেন্দ্রের পাশে রিলায়েন্সও, করোনা মোকাবিলায় অনুদান ৫০০ কোটি

দুই রাজ্য সরকারকে মোট ১০ কোটি আর্থিক অনুদানের ঘোষণা।

Corona: Reliance Industries commits ₹500 cr to PM-CARES Fund
Published by: Paramita Paul
  • Posted:March 30, 2020 8:14 pm
  • Updated:March 30, 2020 8:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার সংক্রমণ রুখতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে গোটা দেশ। সেই লড়াই সফল করতে প্রয়োজন বিপুর পরিমাণ অর্থেরও। সেই অর্থের জোগান দিতে এগিয়ে এসেছে আমআদমী থেকে শিল্পপতিরা। ইতিপূর্বে প্রধানমন্ত্রীর তহবিলে টাটাগোষ্ঠী ১৫০০ কোটি টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করেছিল। এবার সেই পথে হেঁটে ৫০০ কোটি টাকা আর্থিক অনুদানের কথা ঘোষণা করল রিলায়েন্স শিল্পগোষ্ঠী। সোমবারই তাঁদের তরফে PM-CARES তহবিলে বিপুল অর্থের অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। তবে শুধু কেন্দ্র সরকারকেই নয়, দুই রাজ্য সরকারের তহবিলেও আর্থিক অনুদান দিচ্ছে এই শিল্পগোষ্ঠী।

রিলায়েন্স শিল্পগোষ্ঠীর তরফে জানানো হয়েছে, দেশের সাহায্যার্থে রিলায়েন্স সমসময় প্রস্তুত। করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশকে সবরকম সাহায্য করতে তৈরি আছি। লকডাউনের সময় মানুষের কাছে সমস্ত জরুরি পরিষেবা পৌঁছে দিতে সংস্থার সামর্থ্য বাড়ানো হয়েছে। একইসঙ্গে তাঁরা জানিয়েছে, মহারাষ্ট্র ও গুজরাট সরকারের তহবিলে পাঁচ কোটি টাকা করে অনুদান দেওয়া হচ্ছে।

[আরও পড়ুন : Panic Buying-এ লাগাম, গ্যাস সিলিন্ডার বুকিংয়ে এবার নতুন নিয়ম]

প্রসঙ্গত, করোনা যুদ্ধে জয়ী হতে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কিন্তু, পুরো পরিস্থিতি সামাল দিতে আরও অর্থের প্রয়োজন আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় দাঁড়িয়ে শনিবার নতুন একটি তহবিল গঠনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নাগরিক সহায়তা ও জরুরি পরিস্থিতিকালীন ত্রাণ (PM- CARES) নামে ওই তহবিলে দেশের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান তিনি। মোদির ওই ত্রাণ তহবিল ঘোষণার পরেই দেড় হাজার কোটির অনুদান ঘোষণা করে টাটা গোষ্ঠী। এবার সেই পথে হেঁটে রিলায়েন্স গোষ্ঠীও পাঁচশো কোটির অনুদানের কথা ঘোষণা করল।

[আরও পড়ুন : Panic Buying-এ লাগাম, গ্যাস সিলিন্ডার বুকিংয়ে এবার নতুন নিয়ম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ