BREAKING NEWS

১৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  সোমবার ২৯ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

শাহরুখের মন্নতের সামনে আত্মহত্যার চেষ্টা কলকাতার যুবকের

Published by: Sulaya Singha |    Posted: November 4, 2018 2:27 pm|    Updated: November 4, 2018 2:27 pm

A fan injures himself in front of Shah Rukh Khan's residence

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের নাইটক্লাবে জন্মদিনের পার্টির আয়োজন করে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছিল কিং খানকে। এবার আরও একটি খারাপ খবর পেলেন শাহরুখ। শনিবার তাঁর বাড়ির সামনেই আত্মহত্যার চেষ্টা করেন এক ভক্ত। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

[মুক্তি পেলেই হবে বিক্ষোভ, পুরোহিতদের হুমকির মুখে ‘কেদারনাথ’]

শুক্রবারই ধুমধাম করে ৫৩ বছরের জন্মদিন পালন করেছেন বলিউড বাদশা। বান্দ্রার একটি নাইটক্লাবে পরিবার ও ছবির জগতের বন্ধু-বান্ধবদের নিয়ে পার্টিও করেন। যদিও প্রায় রাত ৩টে পর্যন্ত লাউড স্পিকারে গান চালিয়ে পার্টি করায় পুলিশের বাধার মুখে পড়তে হয় তাঁকে। পরে পার্টি কাটছাঁট করে নাইটক্লাব থেকে বাড়ি ফেরেন তিনি। মন্নতেও হয়েছিল জমকালো আয়োজন। জন্মদিন তো বটেই, দিওয়ালি উপলক্ষে আগেভাগেই সেজে উঠেছে কিং খানের মন্নত। সবমিলিয়ে বেশ ভালই সময় কাটছিল তাঁর। কিন্তু এমন শুভ মুহূর্তেও তাঁর বাড়ির সামনে ঘটে যায় দুর্ঘটনা। মহম্মদ সেলিম নামের এক শাহরুখ-ভক্ত মন্নতের সামনে দাঁড়িয়েই নাকি ব্লেড দিয়ে নিজের হাতের শিরা কেটে ফেলেন। জানা গিয়েছে, সেলিমের বাড়ি কলকাতায়। মন্নতের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও প্রিয় অভিনেতার দেখা না মেলাতেই এমন চরম সিদ্ধান্ত নেন ওই ফ্যান। গুরুতর আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সৌভাগ্যবশত, প্রাণে বেঁচে যান তিনি। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।

[ইমতিয়াজের পরবর্তী ছবিতে সারা, ঠিক হয়ে গিয়েছে নায়কও]

শুধু জন্মদিনই নয়, বারো মাসই শাহরুখের মন্নতের সামনে ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো। কিং খানও অবশ্য হাজার ব্যস্ততার মধ্যেও ভক্তদের সময় দেন। সোশ্যাল মিডিয়াতেও ফ্যানদের নানা প্রশ্নের উত্তর দেন। তাদের খুশি করতেই জন্মদিনেই তাঁর আপকামিং ছবি ‘জিরো’র ট্রেলারও প্রকাশ্যে আনেন তিনি। তা সত্ত্বেও এমন অপ্রীতিকর ঘটনা ঘটে গেল। যদিও এ নিয়ে শাহরুখের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে