Advertisement
Advertisement

Breaking News

Adipurush

অশ্রাব্য সংলাপ বদলানো হচ্ছে, বিতর্কের জেরে ঢোক গিললেন ‘আদিপুরুষ’ নির্মাতারা!

বিবৃতি জারি করে 'ড্যামেজ কন্ট্রোল' 'আদিপুরুষ' টিমের।

Adipurush Makers to revise dialogues after flak, issue statement | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:June 18, 2023 2:01 pm
  • Updated:June 18, 2023 2:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কের জেরে বড়সড় সিদ্ধান্ত ‘আদিপুরুষ’ নির্মাতাদের। বজরংবলি, ইন্দ্রজিতের মুখে বাজারচলতি কথা বসিয়ে হলিউডের মতো অত্যাধুনিক ম্যাজিক সৃষ্টি করতে চেয়েছিলেন নির্মাতারা। তবে পাশা পালটে সেই সংলাপ বিতর্কের সৃষ্টি করেছে। বরং ‘আদিপুরুষ’ বিতর্ক-যজ্ঞে ঘৃতাহূতি করেছে বললেও অত্যুক্তি হয় না। যার জল গড়িয়েছে আদালত অবধি। এবার বিতর্ক, সমালোচনা তুঙ্গে উঠতেই বড়সড় সিদ্ধান্ত নিল ‘আদিপুরুষ’ টিম।

‘আদিপুরুষ’-এর জন্য মাস ছয়েক অপেক্ষা করতে হয়েছে দর্শকদের। তবে প্রত্যাশার পারদ যতটা চড়িয়েছিল, উপস্থাপনায় ঠিক ততটাই বিরক্তিকর বলে মনে করছেন দর্শকরা। ‘মরেগা বেটা’, ‘বুয়া কা বাগিচা হ্যায় কিয়া’, ‘জলেগি তেরি বাপ কি’-এহেন সংলাপ ভারতীয় সংস্কৃতির কাণ্ডারী রামায়ণ-এর চরিত্রদের মুখে মেনে নিতে পারেননি দর্শকদের একাংশ। যে হিন্দুপন্থীরা জয় শ্রীরাম ধ্বনিতে প্রচার করতে নেমেছিলেন, তাঁরাই পালটা আদালতের দ্বারস্থ হয়েছেন। এবার সেই বিতর্কের জেরে ঢোক গিলতে বাধ্য হলেন ‘আদিপুরুষ’ নির্মাতারা।

Advertisement

[আরও পড়ুন: ‘জঘন্য ভাষা! হলিউড স্টাইল কার্টুন’, ‘আদিপুরুষ’কে তুলোধোনা অরুণ গোভিলের]

সিনেমার ব্যবসায়িক দিকের কথা মাথায় রেখে ‘ড্যামেজ কন্ট্রোলে’র জন্য এক বিবৃতি জারি করে ‘আদিপুরুষ’ টিমের ঘোষণা- যে সমস্ত সংলাপ নিয়ে আপত্তি উঠেছে, সেগুলো বদলানো হবে খুব শিগগিরিই। অতঃপর আগামী কয়েকদিন বাদে যে দর্শকরা প্রেক্ষাগৃহে যাবেন ‘আদিপুরুষ’ দেখতে, তাঁরা নতুন সংলাপ শুনতে পাবেন বজরংবলির মুখে।

Advertisement

৫০০ কোটি বাজেটের এই ছবির ভিএফএক্স এবং রদ্দিমার্কা সংলাপ দেখেশুনে বেজায় বিরক্ত দর্শকরা। নেটপাড়ায় ট্রোল-মিমেরও অন্ত নেই। রাম-সীতা, লক্ষ্মণ, হনুমান থেকে রাবণ-ইন্দ্রজিৎ ‘আদিপুরুষ’-এ অত্যাধুনিকভাবে দেখানো কারও চরিত্রই মনে ধরেনি দর্শকদের। সিনেসমালোচকদের এককথার রিভিউ ‘হতাশ’। এবার ‘আদিপুরুষ’ টিমের মন্তব্য, “দর্শকদের ধর্মীয় ভাবাবেগের কতা মাথায় রেখে সংলাপ বদলানো হবে। বক্সঅফিসে যদিও ভাল ব্যবসা করছে এই ছবি, তবে জনতার আবেগ আমাদের কাছে আগে।”

[আরও পড়ুন: নিন্দা-বিতর্কের মধ্যেও ‘আদিপুরুষ’-এর বিপুল লক্ষ্মীলাভ, প্রথম দিনে ছবির আয় কত জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ