Advertisement
Advertisement

Breaking News

Kili Paul Shada Shada

‘সাদা সাদা কালা কালা’ গানে মজলেন তানজানিয়ার কিলি পল, ভিডিও দেখে মুগ্ধ চঞ্চল চৌধুরী

চঞ্চল নিজেই কিলির ভিডিও শেয়ার করেছেন।

Chanchal Chowdhury shared 'Shada Shada Kala Kala' song by Kili Paul | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 28, 2023 5:54 pm
  • Updated:May 28, 2023 5:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “তুমি বন্ধু কালা পাখি/আমি যেন কি?/বসন্ত কালে তোমায়/বলতে পারিনি…”— স্পষ্ট উচ্চারণে বাংলা গান গেয়ে উঠলেন তানজানিয়ার সোশ্যাল মিডিয়া স্টার কিলি পল (Kili Paul)। আর তা শুনে মুগ্ধ ‘হাওয়া’ সিনেমার চান মাঝি অর্থাৎ চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। নিজেই শেয়ার করলেন ভিডিও।

Kili-Paul-Shada-Shada-1

Advertisement

টিকটক অ্যাপের মাধ্যমে ভিডিও তৈরি করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন কিলি। ইনস্টাগ্রামে তাঁর ৫১ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। সেখানেই নানা ভিডিও আপলোড করেন। শুরুতে বলিউড গানের ভিডিও তৈরি করতেন কিলি। কিছু ভিডিওতে তাঁর বোন নিমাকেও দেখা যেত। কিন্তু জনপ্রিয়তা যত বাড়তে ততই ভারতের বিভিন্ন প্রান্তের ভাষার ভিডিও তৈরি করছেন আফ্রিকান স্টার। এবার তিনি মজলেন ‘সাদা সাদা কালা কালা’ গানে।

Advertisement

[আরও পড়ুন: ‘সেটে আগে ডেকে…’, ফিল্ম ইন্ডাস্ট্রির লিঙ্গবৈষম্য নিয়ে বিস্ফোরক ‘রাতারাতি স্টার’ হওয়া আদা]

‘বাংলাদেশি ভাইব, বাংলাদেশের কেউ আছেন নাকি?’, এই কথা লিখেই ভিডিওটি আপলোড করেছেন কিলি। তা শেয়ার করেছেন চঞ্চল চৌধুরী। কিলিকে ট্যাগ করে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশের ছবি ‘হাওয়া’ মুক্তি পাওয়ার পর থেকে ‘সাদা সাদা কালা কালা’ গানটি দুই বাংলাতেই বিপুল জনপ্রিয়তা পায়। এর আগে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে সাদা সাদা কালা কালা গেয়েছিলেন চঞ্চল। পরে নচিকেতার সঙ্গেও এই গানে কণ্ঠ মেলান।

[আরও পড়ুন: হাসপাতালে প্রিয়জন! IIFA-তে যাওয়া হল না আলিয়ার, বিমানবন্দরে গিয়েও ফিরে এলেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ