Advertisement
Advertisement
Dadasaheb Phalke IFF Awards 2024

দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডে সেরা শাহরুখ-রানি, আর কে পেলেন কোন পুরস্কার?

একনজরে দেখে নেওয়া যাক দাদাসাহেব ফালকে IFF অ্যাওয়ার্ডের বিজয়ীদের তালিকা।

Dadasaheb Phalke IFF Awards 2024 Winners | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 21, 2024 10:51 am
  • Updated:February 21, 2024 12:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একবছরে আড়াই হাজার কোটির বেশি ব্যবসা। দক্ষিণী ছবির রমরমার মাঝেও বলিউড বক্সঅফিসকে একাই চাঙ্গা করেছিলেন তিনি। হ্যাঁ, কথা হচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের। ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে তাঁর ঝুলি শূন্য থাকলেও দাদাসাহেব ফালকে আইএফএফ অ্যাওয়ার্ডে সেরার সেরা হয়ে গেলেন কিং খানই।

২০ ফেব্রুয়ারি মুম্বইতে অনুষ্ঠিত হয় দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড ২০২৪(Dadasaheb Phalke IFF Awards 2024)। করিনা কাপুর খান, রানি মুখোপাধ্যায়, শহিদ কাপুর, নয়নতারা, শাহরুখ খান-সহ বলিউডের একঝাঁক তারকা হাজির ছিলেন অনুষ্ঠানে। যেখানে সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে শাহরুখের জওয়ান এবং রণবীর কাপুরের অ্যানিম্যাল।

Advertisement

[আরও পড়ুন: ভামিকার পর বিরুষ্কার সংসারে অকায়, ছেলের নামের অর্থ কী?]

একনজরে দেখে নেওয়া যাক দাদাসাহেব ফালকে IFF অ্যাওয়ার্ডের বিজয়ীদের তালিকা।
সেরা ছবি: জওয়ান
সেরা ছবি (ক্রিটিক): টুয়েলথ ফেল
সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান)
সেরা অভিনেতা (ক্রিটিক): ভিকি কৌশল (স্যা বাহাদুর)
সেরা অভিনেত্রী: রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)
সেরা অভিনেত্রী (ক্রিটিক): করিনা কাপুর খান (জানে জান)
সেরা পরিচালক: অ্যাটলি (জওয়ান)

Advertisement

এছাড়াও সেরা মিউজিক ডিরেক্টর হয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। জওয়ান ছবির জন্য। প্লেব্যাকের জন্য সেরার পুরস্কার উঠেছে বরুণ জৈন ও শচীন জিগার এবং শিল্পা রাওয়ের হাতে। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। 

[আরও পড়ুন: ‘আর্টিকেল ৩৭০’ সিনেমার নাম করে ভোট চাইলেন মোদি! নায়িকা ইয়ামির প্রতিক্রিয়া কী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ