Advertisement
Advertisement
Brazil President RRR

জি-২০: ব্রাজিল প্রেসিডেন্টের মুখে RRR বন্দনা, ভারতীয় সিনেমার প্রতিনিধি দক্ষিণী ইন্ডাস্ট্রিই?

ব্রাজিল প্রেসিডেন্টের মুখে এমন প্রশংসায় আপ্লুত RRR পরিচালক এসএস রাজামৌলীর।

G-20 Summit: Brazil President says 'RRR' enchanted him, SS Rajamouli reacts | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 10, 2023 4:20 pm
  • Updated:September 10, 2023 4:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময়ে ছিল যখন ভারতীয় চলচ্চিত্র মানেই বলিউডি মশালা ফিল্মকেই বুঝত গোটা বিশ্ব। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি নিজেদের সিনেম্যাটিক প্রেজেন্টেশনে এতটাই ‘শান’ দিয়েছে যে, বর্তমানে আন্তর্জাতিক ময়দানে বলিউড ছবির উর্ধ্বে গিয়ে দক্ষিণী ছবির কথাই ঘোরে। তার সাম্প্রতিকতম উদাহরণ ‘RRR’, ‘পুষ্পা: দ্য রাইস’-এর মতো ছবিগুলি। সেই তালিকায় নবতম সংযোজন শাহরুখ খানের ‘জওয়ান’। যে ছবিটিও দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার পরিচালিত। এবার জি-২০-র মঞ্চেও (G20 Summit) ব্রাজিল প্রেসিডেন্টের মুখে RRR বন্দনা। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, বিশ্বের সিনেবাজারে ভারতীয় ছবির প্রতিনিধিত্ব কি দক্ষিণী ইন্ডাস্ট্রিই করছে?

প্রসঙ্গত, চলতি বছরে গোল্ডেন গ্লোবস, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মতো ২ দুটো প্রেস্টিজিয়াস পুরস্কার ঘরে নিয়ে এসে RRR ভারতকে গর্বিত করেছে। ‘নাট্টু নাট্টু’ গানেই বাজিমাত করেছে এই ছবি। যে গান অস্কারের মঞ্চ জমজমাট করে তুলেছিল। এবার জি-২০ সামিটে ভারতে এসে ব্রাজিল প্রেসিডেন্ট (Brazil President) লুলা দা সিলভার মুখে ঝরে পড়ল RRR-এর প্রশংসা।

Advertisement

তাবড় বিশ্বনেতাদের মাঝে প্রকাশ্যেই দরজা গলায় দক্ষিণী ছবিকে বড় সার্টিফিকেট দিলেন সিলভা। বললেন, “তিন ঘণ্টার ফিচার ছবি RRR-এ বহু মজার সিকোয়েন্স রয়েছে। তার সঙ্গে একটা দারুণ নাচের গানও রয়েছে। ব্রিটিশরাজের শাসনে থাকা ভারত এবং ভারতবাসীর কথাও গভীরভাবে তুলে ধরা হয়েছে এই ছবিতে। আমার মনে হয়, বিশ্বের প্রতিটা কোণাতেই RRR ব্লকবাস্টার হয়েছে। আমার সঙ্গে কারও দেখা হলে প্রথমেই আমি তাঁকে জিজ্ঞেস করি, ৩ ঘণ্টার রিভল্ট রেবেলিয়ান রেভলিউশন- RRR দেখেছেন? আমি ছবিটি দেখে মুগ্ধ। তাই পরিচালক এবং অভিনেতা-সহ ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানাতে চাই।” ব্রাজিল প্রেসিডেন্টের মুখে এমন প্রশংসায় আপ্লুত RRR পরিচালক এসএস রাজামৌলীর (SS Rajamouli)।

Advertisement

[আরও পড়ুন: ‘দেশের ভালর জন্য সব মাফ, দায়িত্ব নিয়ে ভোট দিন’, আরও ঝাঁজালো ‘জওয়ান’ শাহরুখ]

লুলা দা সিলভাকে পালটা ধন্যবাদ জানিয়ে রাজামৌলী বলেন, “এত প্রশংসার জন্য আপনাকে ধন্যবাদ স্যর। আপনি যেভাবে ভারতীয় সিনেমার কথা উল্লেখ করলেন এবং RRR ছবিটা যে আপনার এত ভাল লেগেছে, জেনে আমার মন ছুঁয়ে গেল। আমাদের গোটা টিম আপনার হৃদয়স্পর্শী শব্দ শুনে খুব খুশি। আশা করি, আমাদের দেশে আপনার ভালো সময় কাটছে।”

প্রসঙ্গত, শনিবার কড়া নিরাপত্তায় দিল্লিতে শুরু হয়েছে বহুচর্চিত জি-২০ শীর্ষ সম্মেলন। ভারতের নেতৃত্বে হওয়া এই সম্মেলনের থিম ‘বসুধৈব কুটুম্বকম’। পরম্পরা মেনেই শনিবার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই দক্ষিণী ছবির প্রশংসা শোনা গেল ব্রাজিলের প্রেসিডেন্টের মুখে।

[আরও পড়ুন: ‘আর ভোটে লড়তে চাই না’, লোকসভার ৬ মাস আগেই ঘোষণা BJP সাংসদ সানি দেওলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ