Advertisement
Advertisement

Breaking News

Saayoni Ghosh

‘হিন্দুত্ব’ নিয়ে টুইটারে তীব্র বাদানুবাদ অভিনেত্রী সায়নী ঘোষ ও তথাগত রায়ের, তুঙ্গে বিতর্ক

‘ফল ভোগ করার জন্য তৈরি থাকুন।’ লিখলেন বিজেপি নেতা।

War of words between BJP leader Tathagata Roy and Bengali Actress Saayoni Ghosh in twitter | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 16, 2021 1:35 pm
  • Updated:January 16, 2021 10:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট যত এগিয়ে আসছে ততই সরগরম হচ্ছে রাজ্যে রাজনীতি। একদিকে দলবদলের পালা চলছে, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় কথাযুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়ছে। রাজনীতির আঙিনায় পুরোপুরি ঢুকে পড়েছে গ্ল্যামার জগতও। ডান-বাম সব শিবিরই অভিনেতা-অভিনেত্রীদের দলে টানার চেষ্টা করে চলেছে। এরই মধ্যে টুইটারে তীব্র কথাযুদ্ধে জড়িয়ে পড়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ এবং প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়। 

সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন সায়নী। সেই প্রেক্ষিতে শনিবার সকালে তাঁকে ট্যাগ করে টুইট করেন বিজেপি নেতা তথা ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় (Tathagata Roy)। একটি টুইট শেয়ার করে তিনি লেখেন, “এই টাইপটাকে দেখেই কথায় বলে মূর্খের অশেষ দোষ । তবে এই মূর্খামির দায় শুধু সায়নী ঘোষের নয়। পশ্চিমবাংলার বাম ও সেকুলারপন্থীরা এদের শিখিয়েছে ছি! এসব বলতে নেই। করুক না ওরা কিছু হিন্দু খুন ও মেয়েদের ধর্ষণ! হোক না সওয়া কোটি হিন্দু গৃহহীন পথের ভিখারি! ওরাও তো মানুষ!”

Advertisement

এরপরই সায়নী (Saayoni Ghosh) লেখেন, “যাঁরা দেশভাগের সময় কত হিন্দু মরেছিল, তাই এখন মুসলমান মারব বলে জাস্টিফাই করছেন, এই মুহূর্তে দেশের মানুষকে কত যত্নে রেখেছেন হাঙ্গার ইন্ডেক্স দেখলে বোঝা যায়। হিন্দুত্ব করতে গিয়ে হিন্দুইজম ভুলে গেছেন। গান্ধী কলোনিকে গডসে কলোনি আপনারাই বানাবেন, আমি নিশ্চিত।”

[আরও পড়ুন: ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই কপিরাইট লঙ্ঘনের অভিযোগে বিদ্ধ কঙ্গনার ‘মণিকর্ণিকা রিটার্নস’]

রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় শুক্রবার সকাল ন’টা নাগাদ সায়নীকে ট্যাগ করে টুইট করেন। তারপরই সকাল ১০.১২ মিনিটে টুইট করেন অভিনেত্রী। এরপরই সায়নীকে হুঁশিয়ারি দিয়ে তথাগত রায় আবার লেখেন, “মিস সায়নী ঘোষ, আপনি শিবলিঙ্গে কন্ডোম পরিয়েছেন যা কিনা আমার মতো হিন্দুদের কাছে সবচেয়ে পবিত্র। ভারতীয় ২৯৫এ ধারার (ইচ্ছাকৃত ও বিদ্বেষমূলকভাবে কোনও সম্প্রদায়ের ধর্মীর ভাবাবেগে আঘাত হানা) ভিত্তিতে আপনি অপরাধ করেছেন। গুরুতর ও অ-জামিনযোগ্য এই অপরাদের জন্য জরিমানার পাশাপাশি ৩ বছরের জেল হয়। সুতরাং ফল ভোগ করার জন্য তৈরি থাকুন।”

এর জবাবেই সায়নী লেখেন, “যে বা যারা আমার কোটকে বিকৃত করে রাজ্যবাসি এবং দেশবাসির মনে আমার বিরুদ্ধে হিন্দুবিরোধী মনোভাব স্থাপন করছেন, আমার কমেন্টটা মন দিয়ে শুনুন। জয় শ্রী রাম, ভগবানের নাম, ভালোবেসে বলুন…এখন যারা ভয় দেখানোর চেষ্টা করছো, আমার কথাগুলো কে সঠিক প্রমান করছো। শ্রী রামই এর বিচার করবেন।”

[আরও পড়ুন: খোলামেলা পোশাকে সাহসী ছবি পোস্ট, নেটদুনিয়ায় অশ্লীল কটাক্ষের শিকার নুসরত]

লাগাতার এহেন টুইট যুদ্ধের পর আইনি পদক্ষেপ নেন বিজেপি নেতা তথাগত রায়। অভিনেত্রী সায়নী ঘোষের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে রবীন্দ্র সরোবর থানায় এফআইআর করেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ