সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফাঁকা অন্ধেরির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দীর্ঘদেহী মানুষটা। আরে, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) না! এক ঝলক দেখে এমনটা মনে হতেই পারে। কিন্তু যা মনে হয়, তা তো সবসময় বাস্তবে হয় না। যে ব্যক্তিকে দেখে বলিউডের শাহেনশা মনে হচ্ছে। তিনি আসলে পুণের এক অধ্যাপক।
তারকাদের মতো দেখতে অনেক মানুষের খোঁজই পাওয়া যায়। কারও মুখের সঙ্গে তারকার মুখের মিল পাওয়া যায়, কেউ আবার শরীরী ভাষা নকল করে তারকাদের আদব-কায়দা নকল করেন। অমিতাভ বচ্চনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। অনেকেই তাঁর ম্যানারিজম নকল করেছেন। কিন্তু পুণের অধ্যাপকের ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া। তাঁকে যেন অবিকল অমিতাভ বচ্চনের মতোই দেখতে। আবার হাঁটাচলাও তেমনই। দু’টি মানুষের এমন মিলও হতে পারে? প্রশ্ন অনেকের।
View this post on Instagram
[আরও পড়ুন: ভারচুয়াল জগতের ভয়ঙ্কর রূপ দেখাল ‘এস্কেপ লাইভ’ ওয়েব সিরিজ, পড়ুন রিভিউ ]
জানা গিয়েছে, পুণের এই অধ্যাপকের নাম শশীকান্ত পেড়ওয়াল। আইটিআই পুণের পড়ুয়াদের পড়ান তিনি। কাজের ফাঁকে অমিতাভ বচ্চনের নকল করেন। তাঁর মতোই সেজে একাধিক ভিডিও তৈরি করেন। আর তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। অমিতাভ বচ্চনের থেকে উচ্চতা একটু কম হলেও অবিকল তাঁর মতো কথা বলার কায়দা নকল করেছেন শশীকান্ত।
শশীকান্তের এই ভিডিও দেখতে বেশ পছন্দ করেন নেটিজেনরা। হাজার হাজার লাইক হয় তাঁর ভিডিওর। বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে ডাকা হয় শশীকান্ত পেড়ওয়ালকে। বিজ্ঞাপনেও অমিতাভ বচ্চন হয়ে অভিনয় করেছেন তিনি। কিছুদিন আগে আবার খোদ অমিতাভ বচ্চনের সঙ্গেই দেখা করেছেন শশীকান্ত। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোডও করেছেন তিনি।
View this post on Instagram