BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

‘এই দেশ শুধু খানদের ভালবেসেছে’, ফের ‘পাঠান’ নিয়ে বিতর্কিত মন্তব্য কঙ্গনার

Published by: Suparna Majumder |    Posted: January 29, 2023 8:18 pm|    Updated: January 29, 2023 8:18 pm

Kangana Ranaut says India is biased towards Khans and Muslim actors amid Pathaan's success | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাঠান’ (Pathaan) সিনেমা নিয়ে কী যে বলবেন আর কী বলবেন না, তা যেন ভেবেই কূল-কিনারা পাচ্ছেন না কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। কখনও প্রশংসা করছেন, কখনও আবার স্বভাবসিদ্ধভাবে নিন্দা করে বসছেন। আবারও একবার টুইটারে ‘পাঠান’ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’।

Here is what Kangana Ranaut said about Pathaan | Sangbad Pratidin

মিডিয়ার মাইকের সামনে দাঁড়িয়ে ‘পাঠান‘ সিনেমার প্রশংসা করেছিলেন কঙ্গনা। অনুপম খেরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, “অর্থনৈতিকভাবে ইন্ডাস্ট্রি যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি শুনেছি ‘পাঠান’ ভাল ব্যবসা করছে। এমন সিনেমা অবশ্যই চলা উচিত।” গত শুক্রবার আবার টুইটারে অভিনেত্রী লেখেন, “পাঠান সিনেমায় পাকিস্তান ও ISIS-কে ভাল ও সফল হিসেবে দেখানো হয়েছে, এতেই ঘৃণার বিরুদ্ধে ভারতের মহানুভবতা প্রকাশ পেয়েছে। আর এভাবেই নেতিবাচক মনোভাব ও রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে ভারত জয়ী হয়েছে কিন্তু যাঁদের প্রত্যাশা একটি বেশি তাঁদের বলি, ‘পাঠান’ শুধুমাত্র একটি সিনেমা হতে পারে, এই ভূমিতে শুধু জয় শ্রীরাম স্লোগানই শোনা যাবে।”

[আরও পড়ুন: রেকর্ড ভেঙেই চলেছে ‘পাঠান’, চার দিনেই ঢুকে পড়ল চারশো কোটির ক্লাবে]

এদিনই আবার টুইটারে কঙ্গনা লেখেন, “আমার ‘ধকড়’ ঐতিহাসিক ব্যর্থতার নজির, আমি কখনও সেটা অস্বীকার করিনি। বরং ‘পাঠান’ গত দশ বছরে শাহরুখের প্রথম সফল ছবি, আমরাও তাঁর থেকে অনুপ্রেরণা পেলাম। আমি আশা করি আমরাও একই রকম সুযোগ পাব যা দেশ তাঁকে দিয়েছে। এত কিছুর পরেও ভারত মহান, উদার, জয় শ্রী রাম।” এই বক্তব্য কঙ্গনা ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন।

রবিবার কঙ্গনা একটি টুইট শেয়ার করে লিখেছেন, “এই দেশ শুধু খানদের ভালবেসেছে, বার বার ভালবেসেছে, সময়ে সময়ে ভালবাসায় ভরিয়ে দিয়েছে। মুগ্ধ হয়ে মুসলিম অভিনেত্রীদের প্রতি পক্ষপাত করেছে। তাই ভারতবর্ষকে হিংসাত্মক ও ফ্যাসিস্ট একেবারেই ভাবা উচিত নয়। সারা বিশ্বের ভারতের মতো আর কোনও দেশ নেই।”

Kangana-Pathaan

[আরও পড়ুন: কেন রেগেমেগে ভক্তের ফোন ছুড়ে ফেলেছিলেন রণবীর? দীর্ঘদিন পর জানা গেল সেই তথ্য]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে