Advertisement
Advertisement
Kartik Aaryan

তিক্ততা অতীত, আবারও করণের সিনেমায় কার্তিক, নায়কের জন্মদিনেই নতুন ছবির ঘোষণা

শুধু কার্তিক নয়, এবার ছোটবেলার এক তারকা বন্ধুর সঙ্গেও জুটি বেঁধেছেন করণ।

Karan Johar, Kartik Aaryan, Ektaa Kapoor join hands for new film | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 22, 2023 12:34 pm
  • Updated:November 22, 2023 12:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম হোক বা তিক্ততা, বলিউডে কোনওটাই ধ্রুব সত্য নয়। তাই তো ‘দোস্তানা’র তিক্ততাকে অতীতের খাতায় ফেলে রেখে আবারও করণ জোহরের (Karan Johar) সিনেমায় কার্তিক আরিয়ান। বুধবার কার্তিকের ৩৩তম জন্মদিন। আর এই বিশেষ দিনেই তাঁর সঙ্গে নতুন ছবির ঘোষণা করে দিলেন প্রযোজক করণ।

Karan Johar on whether he'll work with Kartik Aaryan again after Dostana 2 fallout| Sangbad Pratidin

Advertisement

শুধু কার্তিক নয়, নতুন এই সিনেমায় ছোটবেলার এক তারকা বন্ধুর সঙ্গেও জুটি বেঁধেছেন করণ জোহর। কে তিনি? হিন্দি টেলিভিশনের ক্যুইন। যিনি সদ্য এমির মতো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, একতা কাপুরের সঙ্গে জুটি বেঁধেই নতুন এই সিনেমা প্রযোজনা করছেন করণ। ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে তা মুক্তি পাবে ২০২৫ সালের ১৫ আগস্ট। আর পরিচালনার দায়িত্বে থাকছেন ‘দ্য নাইট ম্যানেজার’, ‘আরিয়া’ সিরিজ খ্যাত সন্দীপ মোদি।

 

[আরও পড়ুন: ‘চেতনার’ জন্মদিনে অসুস্থ অরুণ মুখোপাধ্যায়, হাসপাতালের ভিডিও দিয়ে বিশেষ বার্তা সুজনের]

প্রসঙ্গত, ২০০৮ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর প্রযোজিত ‘দোস্তানা’ (Dostana)। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, জন আব্রাহাম এবং অভিষেক বচ্চন। ২০১৯ সালের নভেম্বর মাসে ‘দোস্তানা ২’র (Dostana 2) কাজ শুরু হয়। মুখ্য ভূমিকায় জাহ্নবী কাপুর, কার্তিক আরিয়ান ও হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ লক্ষ্য লালভানির নাম ঘোষণা করা হয়। কিন্তু পরে কার্তিকের বদলে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শোনা যায়, করণের সঙ্গে মনোমালিন্যের জেরেই ‘দোস্তানা ২’ থেকে বাদ পড়েন কার্তিক।

Karan-Kartik-1

যদি তাই হয়ে থাকে, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে দুই পক্ষই এখন তিক্ততা ভুলেছেন। নতুন ছবির ঘোষণা করে কার্তিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন করণ। আর সেই সঙ্গেই লেখেন, “আমাদের এই মেলবন্ধন এই সময় থেকে আরও দৃঢ় হোক এই কামনাই করছি আর বড়পর্দার জাদু অব্যাহত থাকবে।” বন্ধু একতার উদ্দেশেও বার্তা দিয়েছেন করণ। “তোমার বন্ধু হওয়া সহজাতভাবেই সবেচেয়ে ভালো বিষয় আর এবার কাজের ক্ষেত্রেও তেমনটাই হবে”, লিখেছেন তিনি।

[আরও পড়ুন: প্রতিষ্ঠিত পরিচালক হয়েও সেরা কাজ রিলিজ করতে পারেননি, দুবার হার্ট অ্যাটাক অনুরাগের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement