Advertisement
Advertisement
Animal

‘অ্যানিম্যাল’-এর সিক্যুয়েলে রণবীরের বিপরীতে নতুন নায়িকা, বাদ পড়ছেন ‘ভাবি ২’ তৃপ্তি দিমরি?

ফাঁস হল গোপন তথ্য।

Malavika Mohanan to play the antagonist in Sandeep Reddy Vanga’s Animal Park
Published by: Akash Misra
  • Posted:December 14, 2023 10:59 am
  • Updated:December 14, 2023 2:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদুনিয়া জুড়ে এখন শুধুই ‘অ্যানিম্য়াল’ আর ‘অ্যানিম্য়াল’। একদিকে বক্স অফিসে দুরন্ত লক্ষ্মীলাভ এই ছবির। অন্যদিকে ‘অ্যানিম্যাল’ ঘিরে তুমুল সমালোচনা। সব মিলিয়ে ‘অ্যানিম্যাল’ এখন টক অফ দ্য টাউন। ঠিক এরকম সময়ই ফাঁস হল ‘অ্যানিম্যাল’ নিয়ে নতুন তথ্য। সূত্র বলছে, ‘অ্যানিম্যাল’ ছবির সিক্যুয়েল অর্থাৎ ‘অ্য়ানিম্যাল পার্ক’-এ নাকি দেখা যাবে নতুন নায়িকা মালবিকা মোহনকে!

কে এই মালবিকা? 

Advertisement

দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী মালবিকা। বলিউডে তাঁকে দেখা গিয়েছিল ইশান খট্টরের সঙ্গে ‘বিয়ন্ড দ্য ক্লাউড’ ছবিতে। নজর কেড়েছিলেন ‘মাসাবা মাসাবা’ ওয়েব সিরিজেও। 

সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ ছবির যে সিক্যুয়েল আসছে তা মোটামুটি সবার জানা। ছবির নাম ‘অ্যানিম্যাল পার্ক’ তাও সবাই ইতিমধ্য়েই জেনে গিয়েছে। এই ছবিতে রণবীর বনাম রণবীর লড়াই। একজন নায়ক, আরেকজন খলনায়ক। সূত্র বলছে, ছবিতে নায়ক রণবীরের বিপরীতে রশ্মিকা যেমনটি আছেন, তেমনটিই থাকবেন। তবে এন্ট্রি নেবেন নতুন নায়িকা মালবিকা মোহন। যাকে নাকি দেখা যাবে খলনায়ক রণবীরের বিপরীতে। অর্থাৎ খলচরিত্রে অভিনয় করার কথাই তাঁর।

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’ রণবীরকে ভুলে ‘বাহাদুর’ ভিকির কোলে তৃপ্তি! ভাইরাল ছবি]

মালবিকা মোহন

তাহলে কী জনপ্রিয়তার তুঙ্গে থাকা অ্যানিম্যাল ছবির ‘ভাবি ২’ ওরফে তৃপ্তি দিমরি বাদ পড়ছেন?

তৃপ্তি দিমরির সঙ্গে রণবীর।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘অ্য়ানিম্যাল পার্কে’ও থাকবে প্রচুর চমক। তৃপ্তি থাকছেন, তবে শোনা যাচ্ছে মালবিকার চরিত্রটি নাকি খুব বড় চমক! আপাতত, এর থেকে বেশি কিছু ফাঁস করতে নারাজ ছবির টিম।

[আরও পড়ুন: সইফের ছেলে ইব্রাহিমের সঙ্গে শ্রীদেবীকন্যা খুশির রোম্যান্স! নেপথ্যে কি করণ জোহর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement