সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার পাশে ঠ্যালাগাড়ি। তাতে সাজানো সারি সারি কাচের বয়াম। কোনওটাতে সাজানো কুলের আচার, কোনওটাতে তেঁতুলের। মূল আকর্ষণ বয়ামগুলির মাঝে থাকা স্টিলের গামলা। তাতেই ছিল আলুকাবলি। দেখেই উচ্ছ্বসিত হলেন নুসরত। আচার-আলুকাবলি মুখে দিয়ে যেন ছোটবেলায় ফিরে গেলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় নিজের এই আচার অভিযানের ভিডিও শেয়ার করেছেন নুসরত। গাড়িতে যেতে যেতে আচারওয়ালাকে দেখেই নেমে পড়েন অভিনেত্রী সাংসদ। তারপর শুরু হয় বাছার পালা। বেশ কিছুক্ষণের চেষ্টার পর পছন্দের জিনিষটি বেছে নেন নুসরত।
ভিডিওর ক্যাপশনে নুসরত লেখেন, “ছোটবেলার গরমের দুপুরের দিনগুলোতে ফিরে গেলাম…আলুকাবলি…তেঁতুলের আচার…আর দাদুর আদর…এর থেকে ভাল আর কিছুই হতে পারে না। সাধারণ এই জিনিসগুলিউ জীবনের সবচেয়ে আনন্দ ও হাসির মুহূর্ত। কৃতজ্ঞতা।”
View this post on Instagram
নুসরতের এই ভিডিও দেখে ভালবাসা ব্যক্ত করেছেন মিমি চক্রবর্তী। কৌশানি লেখেন, “এটাই এখন আমার সত্যিকারের চাহিদা।” দর্শনা বণিক, লহমা ভট্টাচার্যরাও নুসরতের আলুকাবলি দেখা তা খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.