Advertisement
Advertisement
Srijato Dengue

ডেঙ্গু আক্রান্ত শ্রীজাত, ভর্তি করা হল হাসপাতালে

গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন।

Poet, Director Srijato hospitalized for Dengue | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 31, 2023 5:12 pm
  • Updated:October 31, 2023 9:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেঙ্গু আক্রান্ত কবি তথা পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Bandopadhyay)। গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শে ডেঙ্গু (Dengue) পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। এর পরই কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শ্রীজাতকে।

Srijato-1

Advertisement

উৎসবের মরশুমে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু। একাধিক মৃত্যুর খবর মিলেছে। আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এই তালিকায় তারকারাও রয়েছেন। কিছুদিন আগে ডেঙ্গু আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন টেলিভিশন তারকা রুবেল দাস। তার পর অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতার ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর শোনা যায়। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী। তার প্লেটলেট ৩৪ হাজার পর্যন্ত নেমে গিয়েছিল। রুবেল অবশ্য এখন সুস্থ।

Advertisement

[আরও পড়ুন: মঞ্চে উঠে হার্ডি সন্ধুকে যৌন হেনস্তা, মহিলা অনুরাগীর কাণ্ড ফাঁস করলেন গায়ক]

শোনা যাচ্ছে, গত তিন-চারদিন ধরে শ্রীজাতর প্রবল জ্বর ছিল। কিছুতেই তা নিয়ন্ত্রণে আসছিল না। তাই ডেঙ্গু রিপোর্ট পজিটিভ আসতেই তড়িঘড়ি লেখক-পরিচালককে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন শ্রীজাত।  লেখকের স্ত্রী জানান, সোমবার তাঁর প্লেটলেট কাউন্ট ছিল ৬০,০০০।  

উল্লেখ্য, ডেঙ্গুর বাড়বাড়ন্ত রুখতে মরিয়া রাজ্য সরকার। রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জেলাশাসক, সিএমওএইচদের নিয়ে ইতিমধ্যেই নবান্নে বৈঠক করেছেন মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব। বৈঠক চলাকালীন ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেন তিনি। সচেতনতার কর্মসূচি নেওয়ার নির্দেশও দেন। প্রত্যেক পুরসভাকে ফিভার ক্লিনিক চালু করার কথা বলেন। নির্দেশ অনুযায়ী, পুর হাসপাতালে ১০টি করে শয্যা বরাদ্দ রাখতে হবে ডেঙ্গু আক্রান্তদের জন্য। ২৪ ঘণ্টা রক্তপরীক্ষার ব্যবস্থা করতেও বলা হয়।

[আরও পড়ুন: ‘ভুল ভুলাইয়া’র ছোটে পণ্ডিত সাজায় খুন-ধর্ষণের হুমকি, ‘ধর্ম রক্ষক’দের তোপ উরফির ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ