সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে একটা বছর কেটে গেল। গত বছরের ৬ নভেম্বর আলিয়া-রণবীরের জীবনে এসেছিল ছোট্ট রাহা (Raha Kapoor)। আজ, সোমবার সে পা রাখল এক বছরে। নাতনির প্রথম জন্মদিনে আদরে ভরা বার্তা সোশাল মিডিয়ায় শেয়ার করলেন দিদা-ঠাকুমা নীতু কাপুর ও সোনি রাজদান।
গত বছরের এপ্রিল মাসে আলিয়া ভাট (Alia Bhatt) ও রণবীর কাপুরের বিয়ে হয়। বিয়ের আড়াই মাসের মধ্যে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান তারকা দম্পতি। নভেম্বর মাসের ৬ তারিখ মেয়ের জন্মের খবর জানিয়ে আলিয়া লেখেন, “আমাদের জীবনের সেরা খবর। আমাদের মেয়ে ভূমিষ্ঠ হয়েছে…কী মিষ্টি মেয়ে হয়েছে… মা ও বাবা হিসেবে আমাদের খুশির ঠিকানা নেই… ভালোবাসা, ভালোবাসা আর শুধুই ভালোবাসা।” ২৪ নভেম্বর রাহা নামটি প্রকাশ করেন অভিনেত্রী।
নাতনির প্রথম জন্মদিনে ঠাকুমা নীতু কাপুর (Neetu Kapoor) শেয়ার করেন ঋদ্ধিমা কাপুরের বার্তা। যাতে লেখা, “…আর এভাবেই ওর ১ বছর হয়ে গেল। শুভ জন্মদিন আমার প্রিসিয়াস পুতুল। তোমায় খুব খুব ভালোবাসি।”
দিদা সোনি রাজদান লেখেন, “মনে হচ্ছে যেন গতকাল তুমি আমাদের জগতে এসেছো। বিশ্বাসই হচ্ছে না গোটা একটা বছর কেটে গেল। শুভ জন্মদিন আমার সোনা রাহা। জন্মদিনে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা।” লেখার শেষে ভালোবাসার ইমোজিও ব্যবহার করেছেন বর্ষীয়ান অভিনেত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.