Advertisement
Advertisement
Raima Sen

জ্যাকেটের ভিতরে নেই অন্তর্বাস, ফের খোলামেলা পোশাকে রাইমা

উন্মুক্ত বক্ষবিভাজিকায় নেটদুনিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন মুনমুনকন্যা।

Raima Sen posted bold picture in Instagram | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 9, 2021 6:43 pm
  • Updated:July 9, 2021 9:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুটিয়ে ফটোশুট করছেন অভিনেত্রী রাইমা সেন (Raima Sen)। সেই ছবি নিয়মিত আপলোড করছেন নিজের ইনস্টাগ্রাম (Instagram) প্রোফাইলে। এবার নীল জ্যাকেট পরে ছবি পোস্ট করেছেন মুনমুনকন্যা। যার ভিতরে কোনও অন্তর্বাস পরেননি। উন্মুক্ত বক্ষবিভাজিকা এভাবেই নেটদুনিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন রাইমা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raima Sen (@raimasen)

Advertisement

[আরও পড়ুন: নোবেল বিতর্কের নতুন সঙ্গী গায়িকা মিলা চৌধুরী, সোশ্যাল মিডিয়ায় বিয়ের পোস্টে জল্পনা তুঙ্গে]

বহু যুগ আগে বিজ্ঞাপনে নজর কেড়েছিলেন রাইমা সেন। তাঁর চোখের চাউনির সঙ্গে মহানায়িকা সুচিত্রা সেনের (Suchitra Sen) মিল। হাসিতে ঠিক যেন অভিনেত্রী মুনমুন সেনের (Munmun Sen) আদল। সবমিলিয়ে সেন বাড়ির একেবারে যোগ্য উত্তরসূরি রাইমা। নিজের প্রতিভার জোরেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে শক্ত জমি তৈরি করেছেন। একের পর এক ছবিতে তিনি প্রমাণ করেছেন, তাঁর রক্তে বইছে অভিনয়। তাই তো রাইমা এখন নায়িকা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raima Sen (@raimasen)

২০২০ সালে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দ্বিতীয় পুরুষ’ ছবিতে দেখা গিয়েছিল রাইমাকে। তারপর থেকে ওয়েব প্ল্যাটফর্মেই বেশি দেখা গিয়েছে তাঁকে। কিছুদিন আগে হইচই (Hoichoi) প্ল্যাটফর্মের ‘হ্যালো’ (Hello) সিরিজের তৃতীয় মরশুমে নজর কাড়েন অভিনেত্রী। তারপরই আমাজন প্রাইম ভিডিওয় (Amazon Prime Video) মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘দ্য লাস্ট আওয়ার’ (The Last Hour)। সেখানে নিমার চরিত্রে অভিনয় করেন রাইমা। Zee5 প্ল্যাটফর্মের ‘ব্ল্যাক উইডোজ’ (Black Widows) সিরিজে হয়েছিলেন ইনায়া ঠাকুর। এখন চুটিয়ে ফটোশুট করছেন রাইমা। তাঁর একাধিক ছবি তুলেছেন সেলিব্রিটি ফটোগ্রাফার তথাগত ঘোষ। এই ছবিটিও তথাগতই তুলেছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raima Sen (@raimasen)

[আরও পড়ুন: একসঙ্গে ছবি দিয়ে ফের ট্রোলড নুসরত, শ্রাবন্তী, তনুশ্রী, ‘রতনে রতন চেনে’ মন্তব্য নেটিজেনদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement