Advertisement
Advertisement
Rahul Baidya

দুবাইয়ের বন্যায় আটকে রাহুল বৈদ্য, হাঁটুজলে দাঁড়িয়ে দেখুন কী অবস্থা গায়কের!

সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল।

Singer Rahul Vaidya Wades Through Knee-Deep Water Amid Dubai Rains
Published by: Akash Misra
  • Posted:April 17, 2024 6:48 pm
  • Updated:April 17, 2024 6:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত দুবাই (Dubai)। মঙ্গলবার ভারী বৃষ্টির কবলে পড়ে জলমগ্ন সেখানকার রাস্তাঘাট, শপিং মল থেকে শুরু করে বিমানবন্দরও। প্রতিবেশী দেশ ওমানে প্রবল ঝঞ্ঝার কবলে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহীর বহু অংশই জলমগ্ন হয়ে পড়েছে। বিপর্যস্ত জনজীবন। প্রকৃতির খামখেয়ালিপনার এমন নজিরে বিস্মিত আবহাওয়াবিদরা। মরুদেশ আমিরশাহীতে বৃষ্টি এক বিরল ঘটনা। সেখানেই এমন বন্যা পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে আতঙ্কের। আর এই দুর্বিসহ অবস্থার মধ্যেই পড়লেন জনপ্রিয় গায়ক রাহুল বৈদ্য। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাহুলের ভিডিও।

সোশাল মিডিয়ায় রাহুলের যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে, হাতে এক জোড়া জুতো নিয়ে হেঁটে চলেছেন তিনি। চারপাশে একাধিক গাড়ি রাস্তায় থেমে রয়েছে। গাড়ির চাকা জলের নীচে ডুবেছে।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Advertisement

[আরও পড়ুন: ‘কবে হারিয়েছ ভার্জিনিটি?’, ছেলেকে প্রশ্ন মালাইকার, পেলেন মোক্ষম জবাব ]

জানা যাচ্ছে, ৭৫ বছরে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আমিরশাহীর এই অংশে। আর তার জেরে রাস্তাঘাট জলমগ্ন। ঘরবাড়ি ভেসে যাচ্ছে জলে। একই অবস্থা দুবাই মল বা মল অফ এমিরেটসের মতো অত্যাধুনিক শপিং মলের। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক দুবাই বিমানবন্দরের। বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২৫ মিনিট কাজকর্ম বন্ধ রাখতে হয়েছিল। বাতিল হয়েছে ৫০টির বেশি বিমান।

যেখানে আরব আমিরশাহীতে বছরে গড় বৃষ্টিপাত ১০০ মিলিমিটার, সেখানে গত ২৪ ঘণ্টায় বহু অঞ্চলে মোট বৃষ্টির পরিমাণ ৮০ মিলিমিটার! এই পরিস্থিতিতে আজ, বুধবারও প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে সেদেশের সব স্কুল। এদিনও সব বন্ধ রাখার আগাম ঘোষণা করে দেওয়া হয়েছে। পরিস্থিতির মোকাবিলা করতে সতর্ক প্রশাসন। ইতিমধ্যেই ইন্টারনেটে দুবাইয়ের বৃষ্টির নানা ছবি, ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, বিমানবন্দরে এত জল জমেছে বিমানগুলো রীতিমতো ভেসে বেড়াচ্ছে। যদিও এর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কাছে প্রেক্ষাগৃহের অনুরোধ চিরঞ্জিতের, কেন হচ্ছে না? মুখ খুললেন তারকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ