১৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৩১ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

‘এত্তগুলা খাইছেন?’, কবজি ডুবিয়ে পান্তা-ইলিশ খাচ্ছেন জয়া, ভিডিও দেখে তাজ্জব নেটিজেনরা

Published by: Suparna Majumder |    Posted: March 22, 2023 2:17 pm|    Updated: March 22, 2023 2:17 pm

This is how Jaya Ahsan had delicious Panta bhat | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রাঁধেন ভাল সুন্দরী এ, বাঁধেন ভাল চুল…’— আর? কবজি ডুবিয়ে এক থালা পান্তা ভাত ইলিশ মাছ দিয়ে রসিয়ে খান। নিজের এই বিশেষ পেটপুজোর ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জয়া আহসান (Jaya Ahsan)।

Jaya Panta

দুই বাংলায় জনপ্রিয়তা রয়েছে জয়ার। তাঁর বলিষ্ঠ অভিনয় একাধিকবার দর্শকদের মন জয় করেছে। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। নিজের মতামত যেমন প্রকাশ করেন, তেমনই ব্যক্তিগত জীবনের ছোট-বড় মুহূর্ত ভাগ করে নেন। ‘পান্তা…কান্তার বাসায়….সাথে রূপা আপার মরীচ খোলা।” এই ক্যাপশন দিয়েই ভূরিভোজের ছবি ও ভিডিও আপলোড করেছেন বাংলাদেশি নায়িকা।

Jaya Panta 1

[আরও পড়ুন: বিরাটকে টেক্কা রণবীর সিংয়ের, দেশের সবেচেয়ে মূল্যবান তারকা বলিউডের ‘বাজিরাও’!]

বেশ এলাহি আয়োজন করেই খাওয়া-দাওয়া হয়েছে। পান্তা ভাত মাখার দায়িত্ব জয়া নিজের কাঁধেই নিয়ে নিয়েছিলেন। শুকনো লঙ্কার সঙ্গে পিঁয়াজ মাখতে গিয়ে বিস্তর কান্নাকাটি করেছেন অভিনেত্রী। তবুও তাঁকে দমিয়ে রাখা যায়নি। একেবারে কবজি ডুবিয়ে পান্তা মেখে খেয়েছেন। সঙ্গে ছিল সুন্দর করে ভাজা ইলিশ মাছ। যা দেখলে অনেকেরই জিভে জল আসতে বাধ্য।

সুন্দরী নায়িকার এই পান্তাভোজন দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। ‘এত্তগুলা খাইছেন?’, এমন মন্তব্য করা হয়েছে জয়ার পোস্টে। অনেকের আবার একটু হিংসেও হয়েছে। মজার ছলে, জয়ার পেটের সুস্থতাও কামনা করা হয়েছে।

Jaya-Post-Reax

[আরও পড়ুন: Spotify থেকে সরিয়ে দেওয়া হল একগুচ্ছ বলিউড গান! চূড়ান্ত হতাশ শ্রোতারা]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে