সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় সানাইয়ের সুর। এই ক’দিন আগেই সাত পাকে বাঁধা পড়েছেন গৌরব-ঋদ্ধিমা। ম্যারাপ খুলতে না খুলতেই, বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী পাওলি দাম।
[ খাঁটি বাঙালি বরের বেশেই সোনমের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন সুনীল ]
দিনক্ষণ অবশ্য আগে থেকেই ঠিক ছিল। পাত্র ঠিক হয়েছিল তারও আগে। গুয়াহাটির ব্যবসায়ী অর্জুন দেবের সঙ্গেই মনের বাঁধনে বাঁধা পড়েছিলেন পাওলি। অর্জুনের সঙ্গে অবশ্য কলকাতার যোগাযোগ ভালই। বালিগঞ্জে তাঁদের বাড়িও আছে। যাই হোক বিয়েটা অবশ্য কলকাতাতেই হচ্ছে।
[ ম্যানারিজমে পারিবারিক আভিজাত্যকে ছাপিয়ে জাত অভিনেতা হয়েছিলেন শশী ]
মেহেন্দি অনুষ্ঠানে খোশমেজাজে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। গানের সুরে নাচতেও দেখা গিয়েছিল। বিয়ের পিঁড়িতে নায়িকা বসলেন সোমবার সন্ধেয়। ঠিক করেই রেখেছিলেন ট্র্যাডিশনাল সাজে সাজবেন। লাল বেনারসি, পুরনো দিনের গয়নায় একেবারে যেন লক্ষ্মী ঠাকরুণটি। বিয়ের সন্ধেয় পাওলিকে দেখে অনেকের মুখ থেকে এ কথাই বেরিয়ে এল।
বিয়ের সাজে পাওলিকে সাজিয়ে তুলেছেন অনিরুদ্ধ চাকলাদার। সাজে-গয়নায় আর জীবনের পরম মুহূর্তের আনন্দে ঝলমলে অভিনেত্রী। ছবিতে ধরা পড়ল সে মুহূর্তই।
[ ভারতীয় সিনেমায় নক্ষত্রপতন, চলে গেলেন শশী কাপুর ]
এদিকে পাওলির বিয়ে উপলক্ষে তাজ হোটেলে যেন বসল চাঁদের হাট। টলিউডের হেন কোনও সেলেব নেই, যাঁরা নবদম্পতিকে আশীর্বাদ করতে আসেননি।
[ বিয়ের পিঁড়িতে বসছেন পাওলি-অর্জুন, চার হাত এক হচ্ছে সুনীল-মেমের ]
আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা থাকল নবদম্পতির জন্য।
বিয়ের আসরের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে তুলে ধরলেন নির্মল ধর ও ইন্দ্রনীল রায় ।