Advertisement
Advertisement
Dev

এবার বিদ্যাসাগরের চরিত্রে দেব! পরিচালনায় কে?

সম্ভবত, চলতি বছরের শেষের দিকেই ছবির শুটিং শুরু হবে।

Tollywood actor Dev to play Ishwar Chandra Vidyasagar: report
Published by: Sandipta Bhanja
  • Posted:May 23, 2024 4:10 pm
  • Updated:May 23, 2024 4:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গোলন্দাজ’, ‘রঘু ডাকাত’, ‘বাঘাযতীন’- দেবের সিনেমায় বারবার দেশপ্রেমের গল্প উঠে এসেছে। রাজনীতির ময়দানে পা রাখার পর থেকেই সিনেমার বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে দেব বেশ সচেতন হয়ে উঠেছেন। এমনকী, ছবির চরিত্র নির্বাচনের ক্ষেত্রেও অভিনেতা টলিপাড়ার অন্য নায়কদের তুলনায় খানিক এগিয়ে রয়েছেন দর্শকদের মার্কশিটে। কখনও তিক্ত সম্পর্কের ‘টনিক’ নিয়ে আবার কখনও বা সামাজিক বার্তাপ্রেরক গল্পে আবার কোনও সিনেমায় ঐতিহাসিক চরিত্রে দেশপ্রেমকে উসকে দিয়েছেন দেব। বারবার তাঁর সিনেমায় ঘুরেফিরে এসেছে দেশপ্রেমের গাঁথা। তবে এবার জল্পনা, দেব নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জুতোয় পা গলাতে চলেছেন! পরিচালনায় কে?

সূত্রের খবর, অরুণ রায় এই ছবির পরিচালনা করতে চলেছেন। যাঁর ফ্রেমে বরাবর দেশপ্রেমের গল্প ফুটে উঠেছে। অবিভক্ত ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতাদের অন্যতম হীরালাল সেনকে নিয়ে তিনি তৈরি করেছিলেন ‘হীরালাল’। এরপর সেই অভিনেতা কিঞ্জল চট্টোপাধ্যায়কে নিয়েই ‘৮/১২ বিনয় বাদল দীনেশ’ তৈরি করেছেন। তার পর ‘মাস হিরো’ দেবকে নিয়ে করলেন ‘বাঘাযতীন’। অরুণের ঝুলিতে রয়েছে ‘চোলাই’য়ের মতো রাজনৈতিক ছবিও। তার মাঝেই গুঞ্জন, তিনি এবার বিদ্যাসাগরের জীবনকাহিনী পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন। এপ্রসঙ্গে অবশ্য খুব একটা ভেঙে না বললেও পরিচালক সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, বাংলা গড়তে যাঁরা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাঁদের আদর্শ-কাজ ও ভাবনা তুলে ধরার জন্যই এই প্রয়াস। তাই অগ্নিযুগের ব্যক্তিত্বদের কাজ-কাহিনী একে একে পর্দায় ফুটিয়ে তুলতে চাইছেন তিনি। দেশপ্রেম, স্বদেশিকতা তাঁর পছন্দের। তবে অরুণ রায় ক্যানসারাক্রান্ত। আপাতত চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন বটে, তবে তাঁর এই স্বদেশিক ভাবনা পর্দায় ফুটিয়ে তোলার কাজ কিন্তু বন্ধ রাখেননি।

Advertisement

Advertisement

[আরও পড়ুন: এবার দেব-জিৎকে নিয়ে সিনেমা করতে চাইছেন শিবপ্রসাদ!]

এইমুহূর্তে ভোট ময়দানে চূড়ান্ত ব্যস্ত দেব। তার মাঝেই বুধবার থেকে টলিপাড়ার অন্দরে জোর গুঞ্জন, ‘বাঘাযতীন’ দেব নাকি এবার বিদ্যাসাগরের চরিত্রে অভিনয় করবেন। তবে এই বিষয়ে মূলত দুটো প্রশ্ন উঠেছে, প্রথমত দেব কি নিজেই মুখ্য চরিত্রে অভিনয় করছেন? নাকি তিনি এই সিনেমার প্রযোজক? উল্লেখ্য, দেবকে আগেও অরুণ রায়ের ফ্রেমে ‘বাঘাযতীন’ হিসেবে দেখা দিয়েছে। তাঁর সঙ্গে অভিনেতার দারুণ সুসম্পর্কও। আর সেই পরিচালকই যখন বিদ্যাসাগরকে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন, তখন দেবের নামটাই প্রথমে উঠে এসেছে স্বাভাবিকভাবে। কিন্তু পরিচালক অরুণ বলছেন, দেবের চেহারার সঙ্গে মিললে তবেই তিনি বিদ্যাসাগরের চরিত্রে তিনি অভিনয় করেন। আবার টলিমহলের অন্দরে এও শোনা যাচ্ছে যে, অভিনয়ের পাশাপাশি দেবের প্রযোজনা সংস্থার ব্যানারেই এই সিনেমা তৈরি হবে। যদিও আপাতত সবটাই জল্পনা স্তরে, তবে অরুণ রায় কিন্তু বিষয়টি স্পষ্ট করে উড়িয়েও দেননি। সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকেই ছবির শুটিং শুরু হবে।

‘পাগলু’ কিংবা ‘দুই পৃথিবী’র সুপারস্টার বছরখানেক ধরে যেভাবে ছক ভেঙে ক্যামেরার সামনে ধরা দিচ্ছেন, তাতে মুগ্ধ হয়েছেন সিনে-সমালোচকরাও। যে কোনও চরিত্র আত্মস্থ করতেও কোনওরকম কসরত বাকি রাখেননি তিনি। এমনকী, দেবের সত্যান্বেষীর ভূমিকায় অভিনয় করা নিয়ে ঠাট্টা-টিটকিরি শুনলেও চোয়াল শক্ত করে চ্যালেঞ্জ নিয়েছেন টলিউড সুপারস্টার। এবার কি তাহলে বিদ্যাসাগরের ভূমিকায় ধরা দেবেন তিনি? সময়েই মিলবে উত্তর।

[আরও পড়ুন: যাদবপুরে সৃজনের প্রচারে শ্রীলেখা-রাহুল-বাদশা, ‘ফিকে ঝান্ডা’য় রং ফেরাতে হাল ধরলেন সেলেবরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ