Advertisement
Advertisement
TMC

তৃণমূলের শহিদ দিবসে বিধায়ক কাঞ্চন মল্লিকের পাশে শ্রীময়ী! ‘দিদি’র থেকে পেলেন উপহারও

কী উপহার পেলেন শ্রীময়ী?

Kanchan Mallick and Sreemoyee Chattyaraj attends 21 july's programme together | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 21, 2022 9:25 pm
  • Updated:July 21, 2022 9:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনের পর এবার একুশে জুলাইয়ের অনুষ্ঠানেও অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) পাশে শ্রীময়ী চট্টোরাজ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নিজেই। তবে কি রাখঢাক না করেই নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনতে চাইছেন কাঞ্চন-শ্রীময়ী? জোর চর্চা বিভিন্ন মহলে।

 

Advertisement

[আরও পড়ুন: বলিউড নায়কদের টক্কর দিতে আসছেন দক্ষিণী বিজয়, ‘লিগার’ ছবির ট্রেলারে বড় চমক]

বৃহস্পতিবার একুশে জুলাই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সামিল হয়েছিলেন তৃণমূলের সমস্ত বিধায়ক, সাংসদ, মন্ত্রীরা। স্বাভাবিকভাবেই অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকও ছিলেন সেখানে। একুশের অনুষ্ঠান থেকেই এদিন একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শ্রীময়ী চট্টোরাজ। পাশে দেখা গেল কাঞ্চনকে। এর পাশাপাশি মু্খ্যমন্ত্রীর থেকে উপহার পাওয়া উপহার শাড়ির ছবিও পোস্ট করেছেন তিনি। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে নানা মহলে শুরু হয়েছে আলোচনা। কারণ, বছর খানেক আগে কাঞ্চন মল্লিকের সঙ্গে তাঁর স্ত্রী পিংকির দাম্পত্য কলহ প্রকাশ্যে চলে এসেছিল। সেই সময় কারণ হিসেবে উঠে আসে শ্রীময়ীর নাম।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sreemoyee_clipslove (@sreemoyeechattoraj)

উল্লেখ্য, অতীতে কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। দু’জনের ঘনিষ্ঠতা নিয়ে নানা খবর রটেছে। কাঞ্চন মল্লিকের স্ত্রী পিংকিও তাঁদের সম্পর্কের রটনায় সায় দেন। কাঞ্চন সন্তানের প্রতি আদর্শ বাবার ভূমিকা পালন করেন না বলেও অভিযোগ করেন তিনি। পালটা পিংকির বিরুদ্ধেও সরব হন কাঞ্চন। পিংকি ২০ দিনও ঠিকমতো সংসার করেননি বলেই দাবি করেন তৃণমূল বিধায়ক (TMC)। একে অপরের বিরুদ্ধে হামলা, পালটা হামলার অভিযোগে থানারও দ্বারস্থ হয়েছিলেন কাঞ্চন ও পিংকি। শোনা যাচ্ছে, বিবাহ বিচ্ছেদের মামলাও চলছে কাঞ্চন-পিংকির। তার মাঝেই বারবার একসঙ্গে ধরা দিচ্ছেন শ্রীময়ী-কাঞ্চন।

[আরও পড়ুন: পোস্তা উড়ালপুল বিপর্যয়ের পর কেমন আছে শহর? ‘কলকাতা চলন্তিকা’র টিজারে মিলল ইঙ্গিত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement