Advertisement
Advertisement
The Kashmir Files

‘দ্য কাশ্মীর ফাইলস আসলে জঞ্জাল!’ বিবেক অগ্নিহোত্রীর ছবির নিন্দায় চিত্রনাট্যকার সইদ মির্জা

সম্প্রতি 'দ্য কাশ্মীর ফাইলসে'র নিন্দা করেছেন অনুরাগ কাশ্যপও।

The Kashmir Files is 'garbage', says screenwriter Saeed Akhtar Mirza: The point is not to take sides | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 20, 2022 12:21 pm
  • Updated:December 20, 2022 1:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। বেশিরভাগ সিনে পরিচালকরা এই ছবির প্রশংসা করলেও, বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার সইদ আখতার মির্জার কাছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ একেবারেই জঞ্জাল! সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ছবির নিন্দায় মুখর হলেন সইদ।

বলিউডে বহুদিন ধরেই কাজ করছেন চিত্রনাট্যকার। ‘মোহন যোশী হাজির হো’, ‘অ্যালবার্ট পিন্টো তো গুসসা কিউ আতা হ্যায়’, ‘সলিম লংরে পে মত রোট, ‘নসিমে’র মতো বহু জনপ্রিয় ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি। অন্য়দিকে, জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘নুক্কর’ ও ‘ইন্তেজারে’র পরিচালনাও করেছেন তিনি। তবে আজকাল বলিউড থেকে শতহস্ত দূরে থাকেন সইদ।

Advertisement

বলিউড সিনেমা নিয়ে বলতে গিয়েই ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির প্রসঙ্গ ওঠে। সেখানেই চিত্রনাট্যকার জানান, ”দ্য় কাশ্মীর ফাইলস ছবিটি একেবারে জঞ্জাল। যে ঘটনার কথা সিনেমায় তুলে ধরা হয়েছে। তাতে শুধু হিন্দুরা নয়, ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হয়েছিল মুসলিমরা। কিন্তু সেগুলো দেখানো হয়নি। এ ছবি একেবারে প্রোপাগান্ডা। ভুল তথ্যে ভরা। যা সিনেমার মতে মাধ্যমকে নষ্ট করে।”

[আরও পড়ুন:  দুবাইয়ে গিয়ে বিপাকে উরফি, খোলামেলা পোশাক পরায় পুলিশের হাতে আটক অভিনেত্রী]

প্রসঙ্গত, ফের টুইটারে তর্কে জড়ালেন অনুরাগ কাশ্যপ ও বিবেক অগ্নিহোত্রী। বলিউডের এই দুই পরিচালকের তর্ক এত দূর এগিয়ে গেল যে দুম করে বিবেকের ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে প্রশ্ন তুললেন অনুরাগ। টুইটারে বিবেকের ‘দ্য কাশ্মীর ফাইলস’কে (The Kashmir Files) ইঙ্গিত করে অনুরাগ লিখলেন, সঠিক গবেষণার দরকার ছিল!

ঠিক কী ঘটেছে?

বিতর্ক শুরু অনুরাগের এক সাক্ষাৎকারকে কেন্দ্র করেই। যেখানে অনুরাগ বলেছিলেন,”বলিউডের সবাই যদি প্যান-ইন্ডিয়া ছবি বানাতে শুরু করে তাতে সাফল্য ৫-১০ শতাংশে এসে দাঁড়াবে। ‘কান্তারা’ এবং ‘পুষ্পা’র মতো ছবি সাহস দেয় নিজেদের গল্প বলার। ‘কেজিএফ ২’ যদিও বড় সাফল্য। কিন্তু তার মানে তো এই নয় যে, সবাই এই ধরনের ছবি বানাতে শুরু করবে। তাহলে ভারি মুশকিল। মৌলিক বিষয় নির্বাচনের সাহস রাখতে হবে” এই সাক্ষাৎকারের উল্লেখ করে বিবেক অনুরাগের উদ্দেশে লেখেন, ”বলিউডের এক এবং একচ্ছত্র অধীশ্বর ওরফে অনুরাগের থেকে আমি পুরোপুরি ভিন্ন মত পোষণ করি, আপনি কি তা মানবেন স্যর?”

ব্যস, বিবেকের এই টুইটেই ক্ষেপে লাল অনুরাগ। সঙ্গে সঙ্গে তাঁর পালটা টুইট। অনুরাগ লিখলেন, ”ভুল আপনার নয়। আপনার সিনেমার। গবেষণাটা এমন করে করা হয়েছে, যেন আপনার-আমার এই এখনকার টুইট। ঠিক আছে, আর একটু যত্ন নিয়ে করবেন এর পর।”

তবে এই টুইট দেখে কিন্তু চুপ থাকেননি বিবেক। তিনিও দিলেন অনুরাগকে পালটা। দ্য় কাশ্মীর ফাইলস ছবির প্রসঙ্গ তুলে বিবেক লিখলেন, ”হে ভগবান! দয়া করে এই ছবির জন্য করা ৪ বছরের সব গবেষণা ভুল প্রমাণ করে দাও। গিরিজা টিকু, বিকে গঞ্জু, বায়ুসেনা হত্যা, নদীমার্গ সব কিছু ভুল ছিল। কাশ্মীরের পণ্ডিতদের উপর নির্যাতনের ৭০০ ভিডিয়ো, সব মিথ্যা! প্রমাণ করে দাও আগে, তার পর আমিও জানাব, এই ভুল আর কখনও করব না।”

বিবেকের এই টুইটের পরে অবশ্য আর কোনও টুইট করেননি অনুরাগ কাশ্যপ। বরং পুরো বিষয়টাকে এড়িয়েই যেতে চেয়েছেন। অন্যদিকে, এই টুইট তরজা ভুলে নতুন ছবি দ্য ভ্যাক্সিন ওয়ার-এর শুটিংয়ে মগ্ন বিবেক অগ্নিহোত্রী।

[আরও পড়ুন: গাজর খেলেও কি বিতর্ক হবে? ‘বেশরম’ গান বিতর্কে সমালোচকদের কটাক্ষ ঋত্বিকের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement