সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথার উপরে খোলা আকাশ৷ মাটির দূরত্ব ডজন খানেক ছাদের নিচে৷ এমন এক জায়গায় যদি আপনার আস্তানা হয়? একেবারে নিরিবিলি এবং ঝঞ্ঝাটহীন৷ ভালই হবে তাই না! কিন্তু এই একাকীত্বই যদি ফাঁদ হয়ে ধরা দেয়? আর সেই ফাঁদে নিজেই আটকে যান? পুরো শহরটা আপনার চোখের নাগালে৷ অথচ সাহায্য করার কেউ নেই৷ এমন অবস্থায় কী করবেন আপনি? কেমন করে বাঁচবেন? দেখুন তো-
সোশ্যাল মিডিয়ায় পোশাক নিয়ে কটূক্তির এমনই জবাব দিলেন দিশা
ফেসবুকের মতো এবার হোয়াটসঅ্যাপেও করুন স্টেটাস আপডেট
ছবির নাম ‘ট্র্যাপড’৷ নিজের চরিত্রের জন্য বেশ বড় মাপের আত্মত্যাগ করতে হয়েছে রাজকুমারকে৷ শোনা গিয়েছে, খাবার-বিদ্যুৎ ছাড়া এক ঘরবন্দির চরিত্র ফুটিয়ে তুলতে গিয়ে টানা ২০ দিন শুধুমাত্র কিছু গাজর ও এক কাপ কফি খেয়ে কাটাতে হয়েছে তাঁকে৷ রাজকুমারের এই ডেডিকেশনে খুশি পরিচালক বিক্রম মোতওয়ানেও৷
এবার বাড়ি হবে কৃত্রিম হাড়, ডিমের খোলায়!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.