সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বোল্ড, সাহসী ও হটকে৷ তিনি সংস্কার মুক্ত৷ অভিনয় তাঁর মেজাজে৷ কোনরকম ছুৎমার্গে আটকে থাকা তাঁর না-পসন্দ৷ রাধিকা আপ্টে মানেই তাই ‘সংস্কারি’ বলিপাড়ায় যেন খানিকটা ঝোড়ো হাওয়া৷ বেশ কিছুটা বিতর্কের পারদ ওঠা আর নামা৷ সম্প্রতি আবার খবরের শিরোনামে অভিনেত্রী৷ সৌজন্যে তাঁর বোল্ড ফটোশুট৷
[ আপনাকেই বেশি মশা কামড়ায়! কেন জানেন? ]
এক পোশাকের ব্র্যান্ডের জন্য কিছু সাহসী ফটোশুট করেছিলেন রাধিকা৷ সে ছবি নেটদুনিয়ায় আসামাত্রই ভাইরাল হয়ে গিয়েছে৷ রাধিকার এই সাহসী হওয়া অবশ্য নতুন কিছু নয়৷ অভিনেতাদের কাছে অনুভূতি প্রকাশের নানা মাধ্যম থাকে৷ শরীরকেও সেরকমই একটি ‘টুল’ ভাবেন রাধিকা৷
( রাধিকার এ ছবিতেই মজেছে নেটদুনিয়া)
এ কথা আগেও সাক্ষাৎকারে তিনি গোপন করেননি৷ জানিয়েছিলেন, শরীর নিয়ে কোনওরকম ছুৎমার্গ নেই তাঁর৷ ছোটবেলা থেকেই নানা বিদেশি সিনেমা দেখতে দেখেতে বড় হয়েছেন৷ সুতরাং নগ্নতাকে যে অভিনয়ের বাইরে আলাদা করে কিছু ভাবতে হয়, এমনটা তিনি ভাবতে শেখেননি৷ নিজে অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেও মননে সেই ভাবনাই বয়ে চলেছেন৷ কিন্তু তাঁর ভাবনার সঙ্গে বলিপাড়ার চলতি হাওয়ার আকাশ-পাতাল ফারাক৷ আর তাই কখনও সিনেমায় নগ্ন হওয়া, কখনওবা নগ্ন ভিডিও ক্লিপ প্রকাশ নিয়ে শোরগোল পড়ে৷
যতই নেটদুনিয়ায় তোলপাড় পড়ুক না কেন, আশ্চর্যভাবে শান্ত থাকেন রাধিকা৷ অবিচলিত থেকে এক সাহসী কাজের পর পা বাড়ান আর এক বোল্ড কাজের দিকে৷ ঠিক সেভাবেই তাঁর এই নয়া ফটোশুট৷ এখানে অবশ্য নগ্নতা নেই৷ কিন্তু আছে যেন তার থেকেও বেশি কিছু৷ শরীরের অল্প প্রদর্শনই যে কত গভীর ইঙ্গিতবাহী হয়ে উঠতে পারে, সামান্য ইশারাও যে সৌন্দর্য বজায় রেখে কতটা শারীরিক হয়ে উঠতে পারে রাধিকার এ ছবিই যেন তাঁর প্রমাণ দিচ্ছে৷ আর তা নিয়েই আপাতত মশগুল নেটদুনিয়া৷