BREAKING NEWS

১৯ জ্যৈষ্ঠ  ১৪৩০  শনিবার ৩ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

মা-ছেলের জোড়া ভূমিকায় শর্ট ফিল্মে চমক রণবীরের!

Published by: Sangbad Pratidin Digital |    Posted: August 21, 2016 6:30 pm|    Updated: August 21, 2016 6:30 pm

Ranveer Ching Returns Ad Film Will Make You Lough

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড ইতিমধ্যেই হার মেনেছে তাঁর কাছে! সবাই স্বীকার করেছেন এক বাক্যে, কী বিস্ফোরক মন্তব্যে হোক, কী অদ্ভুত কারনামায়, রণবীর সিংয়ের মতো চমক দিতে পারেন না কেউই!
সেই চমকের আরও এক উদাহরণ এবার দেখা গেল একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে। যেখানে রণবীর সিংয়ের দেখা মিলল জোড়া চরিত্রে। তাও মা আর ছেলের!
আসলে, সম্প্রতি রণবীর সিং আর তামান্না ভাটিয়াকে নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের বিজ্ঞাপনী ছবি বানিয়েছেন পরিচালক রোহিত শেঠি। ছবির নাম ‘রণবীর চিং রিটার্নস’! চিং সংস্থার চিনা খাবারের মাহাত্ম্য তুলে ধরতেই এই উদ্যোগ!

ranveer1_web
এর আগে আরও একবার চিং-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে দুনিয়া কাঁপিয়েছিলেন রণবীর। রীতিমতো বিখ্যাত হয়ে গিয়েছিল যশ রাজ ফিল্মসের প্রযোজনায়, শাদ আলির পরিচালনায় ‘মাই নেম ইজ রণবীর চিং’ নামে সেই মিউজিক ভিডিও। তার পরের ধাপেই রোহিত শেঠির কাছ থেকে পাওনা হল একটা গোটা ছবি!

ranveer2_web
রোহিত শেঠির ছবিতে যা থাকে, এই বিজ্ঞাপনী ছবিতেও তার অভাব নেই। গাড়ি, তুখোড় অ্যাকশন, জমাটি রোম্যান্স, নাচ-গান- সব আছে ৫ মিনিট ৩২ সেকেন্ডের এই ছবিতে। ঠিক নিটোল এক বলিউডি মশলা ছবির ফর্মুলা মেনেই তৈরি হয়েছে ‘রণবীর চিং রিটার্নস’।
তবে, সব চেয়ে অবাক করার মতো ব্যাপার মা ও ছেলের ভূমিকায় রণবীরের দ্বৈত অভিনয়! বিশ্বাস না হলে ক্লিক করে দেখে নিন নিচের এই ভিডিওয়। হাসতে হাসতে আপনার পেটে খিল ধরে যাবেই!

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে