BREAKING NEWS

১০ চৈত্র  ১৪২৯  শনিবার ২৫ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

মৃত্যুর ১০ দিন আগে হাসপাতালে ভরতি হয়েছিলেন তুনিশা! অভিনেত্রীর আত্মীয়র মন্তব্যে জল্পনা

Published by: Suparna Majumder |    Posted: December 26, 2022 10:32 am|    Updated: December 26, 2022 10:32 am

Tunisha Sharma's uncle reportedly said the actress was hospitalized 10 days back | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি টেলিভিশনের অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যু নিয়ে নানা তথ্য প্রকাশ্যে আসছে। এবার অভিনেত্রীর এক আত্মীয় মন্তব্যে জল্পনার সৃষ্টি হয়েছে। তাঁর বক্তব্য, মৃত্যুর ১০ দিন আগে হাসপাতালে ভরতি হতে হয়েছিল তুনিশাকে।

Tunisha Sharma

‘আলিবাবা: দাস্তান এ কাবুল’ (Ali Baba: Dastaan-E-Kabul) সিরিয়ালের সেটে কুড়ি বছরের তুনিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রথমে শোনা গিয়েছিল, মেকআপ রুমে তুনিশার মরদেহ পাওয়া গিয়েছে। কিন্তু পরে আবার শোনা যায়, শৌচালয়ের দরজা ভেঙে অভিনেত্রীর দেহ উদ্ধার করেছিল পুলিশ। ইতিমধ্যেই তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার অভিযোগে তাঁর সিরিয়ালের নায়ক সিজান মহম্মদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে চারদিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। তুনিশার আরও এক সহ-অভিনেতা পার্থ জুৎসিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

[আরও পড়ুন: ‘Y’ ক্যাটাগোরির নিরাপত্তায় মর্নিং ওয়াক! নেটিজেন কটাক্ষ করতেই পালটা বিবেক অগ্নিহোত্রীর]

শোনা গিয়েছে, সিজানের সঙ্গে সম্পর্কে ছিলেন তুনিশা। মৃত্যুর দিন পনেরো আগে তাঁদের ব্রেকআপ হয়। এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই তুনিশার আত্মীয় জানান, ‘আলিবাবা: দাস্তান এ কাবুল’ সিরিয়ালের শুরু থেকেই সিজান ও তুনিশার মধ্যে নৈকট্য তৈরি হয়েছিল। মৃত্যুর ১০ দিন আগে তুনিশার অ্যাংজাইটি অ্যাটাক হয়েছিল। সেই কারণেই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল। তুনিশার মা যখন মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনিও সঙ্গে ছিলেন। এমনটাই জানিয়েছেন ওই আত্মীয়। তাঁর দাবি, তুনিশা সেই সময় জানিয়েছিলেন তিনি প্রতারিত হয়েছেন।

Tunisha Shezaan

আগামিকাল অর্থাৎ মঙ্গলবার তুনিশার শেষকৃত্য সম্পন্ন হবে। মাত্র কুড়ি বছর বয়সে অভিনেত্রীর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না হিন্দি টেলিভিশনের তারকারা। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন সায়ন্তনী ঘোষ, করণ কুন্দ্রা, করণবীর বোহরার মতো তারকারা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sayantani (@sayantanighosh0609)

[আরও পড়ুন: অবিকল যেন বাজপেয়ী! ‘ম্যায় অটল হু’ সিনেমার ফার্স্টলুকে চমকে দিলেন পঙ্কজ ত্রিপাঠী]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে