প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুলে রাখা দরজা বন্ধ রাখা নিয়ে সমস্যা। অভিযোগ, এই গোলমাল এমন পর্যায়ে পৌঁছয় যে এক মহিলা পাশের ভাড়াটে ব্যক্তির কান কামড়ে ছিঁড়ে নিলেন। কেবল ছিঁড়েই নিলেন না। কানের লতি গিলে খেয়েও ফেললেন! আগ্রার (Agra) এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
ঠিক কী হয়েছিল? আক্রান্ত ব্যক্তির নাম রামবীর বাঘেল। তিনি পেশায় একজন রিকশা চালক। অভিযুক্ত মহিলা রাখি ও তিনি একই বাড়িতে ভাড়া থাকতেন নিউ আগ্রা অঞ্চলে। গত ৪ মার্চ অন্য এক ভাড়াটের পরীক্ষা ছিল। তাকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য সকাল ৬টার সময় বেরিয়ে যান ওই ব্যক্তি। কিন্তু সেই সময় তাড়াহুড়োয় বাইরের দরজা বন্ধ করতে ভুলে যান তিনি। এর পরই রাখি তা দেখতে পেয়ে চিৎকার করতে শুরু করেন। অভিযোগ, তিনি রামবীরকে গালাগালি দিতে থাকেন। এর পর বচসা চরমে ওঠে। রামবীর রাখি থামানোর চেষ্টা করলে সেখানে উপস্থিত হন রাখির স্বামী। তিনি রামবীরকে চেপে ধরেন। এর পর আচমকাই রাখি লাফিয়ে কানের লতি কামড়ে ছিঁড়ে নেন রামবীরের। তাঁকে ছিঁড়ে নেওয়া কানের অংশ মুখ থেকে ফেলে দিতে বলা হলেও শোনেননি তিনি। বরং তা গিলে ফেলেন।
পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৫ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেছে। পুলিশ কর্তা আরিব আহমেদ জানাচ্ছেন, রাখির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.