Advertisement
Advertisement
Ajit Pawar

‘এর পর দ্রৌপদীর মতো পাঁচজনকে বিয়ে করতে হবে’, ভোটপ্রচারে ‘বেফাঁস’ অজিত পওয়ার

'মনে বিষ থাকলে মুখে আর কী আসবে?', খোঁচা বিরোধীদের।

Ajit Pawar's reference to 'Draupadi's marriage' sparks controversy
Published by: Biswadip Dey
  • Posted:April 18, 2024 1:59 pm
  • Updated:April 18, 2024 1:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলে ও মেয়ের জন্মের অনুপাত প্রসঙ্গে দ্রৌপদীর পঞ্চপাণ্ডবকে বিয়ে করার প্রসঙ্গ টেনে বিতর্কে জড়ালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। ‘মহাজুটি’র হয়ে ভোট চাইতে গিয়ে এক জনসভায় করা তাঁর মন্তব্য ঘিরে শোরগোল। বিরোধীদের খোঁচা, ‘মনে বিষ থাকলে মুখে আর কী আসবে?’

ঠিক কী বলেছেন পওয়ার? বারামাটির ইন্দ্রপুরে ভোটপ্রচারে এসেছিলেন শরদ পওয়ারের ভাইপো। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ”কোনও কোনও জেলায় প্রতি হাজার ছেলের অনুপাতে প্রায় ৮৫০টি মেয়ে জন্মায়। কোথাও কোথাও তো সেটা ৭৯০! বিষয়টি খুবই কঠিন হয়ে উঠছে। আগামিদিনে আমাদের ভাবতে হবে দ্রৌপদীর কথা।” তবে কথাটি বলেই তিনি বুঝতে পারেন বেফাঁস বলে ফেলেছেন। এর পরই অজিত বলে ওঠেন, ”রসিকতাটা ভুলে যান। নাহলে এর পর কেউ কেউ বলতে শুরু করবে আমি দ্রৌপদীকে অপমান করেছি।” প্রসঙ্গত, মহাভারতে দ্রৌপদীর স্বামী ছিলেন পঞ্চপাণ্ডব। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। সেই প্রসঙ্গ তুলেই খোঁচা দিতে গিয়ে বিতর্কে জড়ালেন পওয়ার।

Advertisement

ইতিমধ্যেই তাঁকে কটাক্ষ করেছেন শরদ পওয়ার শিবিরের এনসিপি নেতা জিতেন্দ্র আওহাদ। তিনি বলছেন, ”মনেই যদি বিষ থাকে, তাহলে মুখে আর কী আসবে? উনি তো অন্য উদাহরণও দিতে পারতেন। বলতেই পারতেন, বিয়ে হচ্ছে না। প্রশ্ন উঠতে শুরু করেছে। আর মহারাষ্ট্রে তো জন্মের অনুপাত স্থির থাকে না। আচমকাই এসব বলতে গিয়ে ওঁর মাথায় এল এক মহিলাকে দ্রৌপদী বলে অভিহিত করার। উনি এভাবেই কথা বলেন। শরদ পওয়ারকে এর মূল্যও চোকাতে হয়েছে অতীতে।”

Advertisement

[আরও পড়ুন: ‘এই নির্বাচন সাধারণ নয়, উন্নত জীবনযাত্রার নির্ণায়ক’, ভোটের আগে এনডিএ প্রার্থীদের চিঠি মোদির]

প্রসঙ্গত, বারামাটিতেই পওয়ার পরিবারের দুই সদস্যের মধ্যে ভোটযুদ্ধ হতে চলেছে। অজিত পওয়ারের (Ajit Pawar) স্ত্রী সুনেত্রা ও শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবার সেখানে প্রচার করতে এসেই বিতর্কে জড়ালেন অজিত। পাঁচ দফায় লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) হবে মহারাষ্ট্রে (Maharashtra)। এর মধ্যে ৭ মে বারামাটিতে (Baramati) নির্বাচন হওয়ার কথা।

[আরও পড়ুন: প্রেম ভাঙায় আত্মঘাতী হলে দায়ী নয় সঙ্গী, পর্যবেক্ষণ দিল্লি হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ