Advertisement
Advertisement

Breaking News

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ অমরিন্দর সিংয়ের, মন্ত্রিত্ব পেলেন সিধু

নতুন সরকারকে টুইটারে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদি৷

Amarinder Singh sworn in as Punjab CM
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 16, 2017 7:35 am
  • Updated:August 21, 2020 11:58 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অমরিন্দর সিং৷ এই নিয়ে দ্বিতীয়বার পাঞ্জাবের মসনদে বসলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা৷ একই সঙ্গে শপথ নিলেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা৷ যাঁদের মধ্যে অন্যতম প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ নভজ্যোত সিং সিধু৷ শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি রাহুল গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷

[পণ্য রপ্তানিতে এবার চিনকে টক্কর দিতে চায় রামদেবের পতঞ্জলি]

Advertisement

১১৭ টি আসনের বিধানসভায় ৭৭টি আসন পেয়েছে কংগ্রেস৷ অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি পেয়েছে ২০টি আসন৷ তবে অকালি দলের সঙ্গে জোট বেঁধেও পাঞ্জাব বিধানসভায় তেমন সুবিধা করতে পারেনি বিজেপি৷ অকালি-বিজেপি জোটের প্রাপ্য মাত্র ১৫ আসন৷ প্রত্যাশিতভাবেই সরকার গড়ার ডাক পায় কংগ্রেস৷

Advertisement

[দিল্লিতে বিদেশিনীকে গণধর্ষণ, গ্রেপ্তার প্রাক্তন প্রেমিক-সহ ২]

বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ পাঞ্জাবের রাজভবনের শুরু হয় শপথগ্রহণ প্রক্রিয়া৷ পাঞ্জাবের রাজ্যপাল ভিপি সিং বাদনোর এদিন শপথ গ্রহণ করান অমরিন্দর সিং ও তাঁর মন্ত্রীদের৷ অনুষ্ঠানকে আড়ম্বরহীনই রাখতে চেয়েছিল সদ্য ভোটে জেতা শাসকদল৷ উদ্দেশ্য ছিল, রাজ্যবাসীর কাছে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখা৷ নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ টুইটারে তাঁর সাফল্য কামনাও করেছেন তিনি৷

[ট্রেলারেই বাজিমাত করল ‘বাহুবলী ২-দ্য কনক্লুশন’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ