Advertisement
Advertisement

Breaking News

আরও বিপাকে কেজরি, ইডি হেফাজত থেকে সোজা তিহাড় জেলে দিল্লির মুখ্যমন্ত্রী

১৫ দিনের জেল হেফাজতে আপ সুপ্রিমো। আবগারি দুর্নীতি মামলায় গত মাসেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন কেজরি। সোমবার পর্যন্ত তাঁকে ইডি হেফাজতে রাখা হয়েছিল। তার পর আদালতের নির্দেশে তাঁকে পাঠানো হল জেলে।

Arvind Kejriwal sent to 15 days judicial custody

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:April 1, 2024 12:04 pm
  • Updated:April 2, 2024 11:59 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) আগে আরও অস্বস্তি বাড়ল অরবিন্দ কেজরিওয়ালের। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে ১৫ দিনের জেল হেফাজতে পাঠাল দিল্লির আদালত। জানা গিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে নিজেদের হেফাজতে রাখতে চায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তাই আদালত আপ সুপ্রিমোকে জেলে পাঠিয়েছে। 

আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে আগেই জেলে গিয়েছিলেন দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এবার গারদের ওপারে জেতে হবে কেজরিওয়ালকেও (Arvind Kejriwal)। জানা গিয়েছে, তিহাড় জেলে পাঠানো হবে তাঁকে। তবে জেলে যাওয়ার আগে স্ত্রী সুনীতা এবং দিল্লির দুই মন্ত্রী অতিশী ও সৌরভ ভরদ্বাজের সঙ্গে দেখা করতে পারবেন দিল্লির মুখ্যমন্ত্রী। গ্রেপ্তার হওয়ার পর ইডি হেফাজত থেকেই সরকার পরিচালনা করতেন কেজরি। এবার কি জেল থেকে সরকার চালাতে পারবেন তিনি?

[আরও পড়ুন: ভোটের মুখে ফের বাড়ল জীবনদায়ী ওষুধের দাম, ক্ষুব্ধ মধ্যবিত্ত]

উল্লেখ্য, গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো। এই মামলায় টানা নবার ইডির তলব এড়িয়েছিলেন কেজরি। জেরার আগেই রক্ষাকবচ চেয়ে আদালতেও আবেদন করেছিলেন। তবে আদালতের নির্দেশে স্বস্তি মেলেনি তাঁর। রক্ষাকবচ না মেলার দিনই বাসভবন থেকে কেজরিকে গ্রেপ্তার করে ইডি। সোমবারই কেজরির ইডি হেফাজতের মেয়াদ ফুরিয়েছিল।

রাউস অ্যাভেনিউ কোর্টে ইডি জানায়, তদন্তে কোনও রকম সহযোগিতা করছেন না দিল্লির মুখ্যমন্ত্রী। স্পষ্ট জবাব দিচ্ছেন না, নিজের গ্যাজেটের পাসওয়ার্ডও জানাননি তদন্তকারীদের। তাই কেজরিকে নিজেদের হেফাজতে রাখতে চায়নি ইডি। তদন্তকারী সংস্থার সওয়ালের পরেই কেজরিকে তিহাড় জেলে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আপাতত ১৫ দিন জেলেই থাকবেন তিনি।  

[আরও পড়ুন: শিয়রে লোকসভা নির্বাচন, ফের গ্যাসের দাম কমাল কেন্দ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ