Advertisement
Advertisement

প্রাণঘাতী হামলার জের, ‘বন্ধু’ চন্দ্রশেখর আজাদকে নিরাপত্তা দেবে যোগী সরকার

আজাদের উপর হামলায় এ পর্যন্ত চারজন গ্রেপ্তার হয়েছেন।

Bhim Army chief Chandra Shekhar Aazad to be provided security | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 2, 2023 2:00 pm
  • Updated:July 2, 2023 2:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভীম আর্মির (Bhim Army) প্রধান চন্দ্রশেখর আজাদের নিরাপত্তার দায়িত্ব নিল যোগী আদিত্যনাথের সরকার। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক শনিবার জানিয়েছেন, আজাদের উপর হামলার তদন্ত চলছে। সরকার তাঁর নিরাপত্তার দায়িত্ব নেবে।

তাৎপর্যপূর্ণ ব্রজেশ পাঠক (Brajesh Pathak) দলিত সমাজের ‘রাবণ’কে নিজেদের ‘বন্ধু’ হিসাবে সম্বোধন করেছেন। তিনি বলেছেন,”চন্দ্রশেখর আমাদের বন্ধু। তাঁর উপর হামলার ঘটনার তদন্ত চলছে, দোষীরা ধরা পড়বেই। আজাদকে আমরা নিরাপত্তাও প্রদান করছি। সমস্ত ক্ষেত্রে আমাদের সরকার দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।” বিজেপি (BJP) যেভাবে আজাদকে ‘আপন’ করে নেওয়ার চেষ্টা করছে, সেটা বেশ তাৎপর্যপূর্ণ। যদিও সবটাই পরিস্থিতির চাপে বলে দাবি রাজনৈতিক মহলের।

Advertisement

[আরও পড়ুন: সমাজকর্মী তিস্তাকে এক সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট]

গত বুধবার দেওবন্দে আজাদের উপর প্রাণঘাতী হামলা হয়। অস্ত্রশস্ত্র-সহ তাঁর কনভয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। একটি গুলি তাঁর শরীর ছুঁয়ে বেরিয়ে যায়। সেই হামলায় ঘটনায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সবাইকেই হরিয়ানা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে কোনও আগ্নেয়াস্ত্র এঁদের কাছে উদ্ধার হয়নি।

Advertisement

[আরও পড়ুন: মাঝরাতে খড়গপুর IIT-তে ভয়াবহ আগুন, খাক কমন রুম]

প্রাণে বাঁচার পরই আজাদ হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘এরপর হামলার চেষ্টা করা হলে হামলাকারীরা প্রাণে বাঁচবে না।’ বস্তুত রাবণ বরাবরই চরমপন্থী। সবসময় প্রচুর অনুগামী নিয়ে ঘোরেন। সঙ্গে অস্ত্রশস্ত্র রাখেন বলেও শোনা যায়। তবে উত্তরপ্রদেশ সরকার নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণার পর তিনি সুর খানিক নরম করেছেন। আপাতত তিনি পুরো ঘটনার বিচারবিভাগীয় তদন্ত চাইছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ