Advertisement
Advertisement

Breaking News

এয়ারস্ট্রাইকের প্রমাণ চেয়েছে দল, লজ্জায় ইস্তফা দিলেন কংগ্রেস নেতা

দল ছাড়লেন কংগ্রেস নেতা বিনোদ শর্মা৷

 Bihar Congress leader quits after party demands Air srike proof
Published by: Tanujit Das
  • Posted:March 10, 2019 3:37 pm
  • Updated:March 10, 2019 3:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম সার্জিক্যাল স্ট্রাইকের মতোই এবারের বায়ুসেনার এয়ারস্ট্রাইকেরও প্রমাণ চেয়ে সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা৷ দিগ্বিজয় সিংয়ের মতো কংগ্রেস নেতারা সরকারের কাছে প্রমাণ চেয়েছেন৷ দলের এই পদক্ষেপ মন থেকে মেনে নিতে পারেননি বিহারের কংগ্রেস নেতা বিনোদ শর্মা৷ অবশেষে দলত্যাগ করলেন তিনি৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে লেখা পদত্যাগপত্রে নিজের ক্ষোভ উগরে দিলেন বিহার কংগ্রেসের এই শীর্ষ নেতা৷ জানালেন, দলের এই অবস্থানে তিনি লজ্জিতবোধ করছেন৷

[লোকসভা নির্বাচনের সূচি ঘোষণা আজই! কমিশনের সাংবাদিক বৈঠক ঘিরে জল্পনা ]

Advertisement

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা৷ হামলার দায় স্বীকার করে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ৷ এই নাশকতা মন থেকে মেনে নিতে পারেননি দেশবাসী৷ পাকিস্তান ও তাদের মদতপুষ্ট জঙ্গি সংগঠনের বিরুদ্ধে প্রতিশোধের দাবিতে সরব হন প্রত্যেকে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করেন, জওয়ানদের বলিদান বিফলে যাবে না৷ শত্রুকে উচিত শিক্ষা দেওয়া হবে৷ এই নাশকতার ১২ দিনের মাথায় ২৬ ফেব্রুয়ারি পাক ভূমিতে ঢুকে জঙ্গি প্রশিক্ষণ শিবির গুঁড়িয়ে দিয়ে আসে ভারতীয় বায়ুসেনা৷ পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ার বালাকোট-সহ মুজফ্ফরাবাদ ও চাকোতিতে গড়ে ওঠা তিনটি জঙ্গি প্রশিক্ষণ শিবির ধ্বংস করে দেওয়া হয়৷

Advertisement

[জঙ্গিসুলভ আচরণ মোদির, রাহুলের সামনেই বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেত্রীর]

কিন্তু এই ঘটনার কয়েকদিন পরেই সরকারের কাছে এই জঙ্গিদমন অভিযানের প্রমাণ চেয়ে বসেন বিরোধীরা৷ আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে প্রকাশিত উপগ্রহ চিত্রকে হাতিয়ার করেই সরকারের বিরুদ্ধে সরব হন তাঁরা৷ কারণ, ওই উপগ্রহ চিত্রে দাবি করা হয়েছে, বালাকোটের জাব্বা এলাকায় পাহাড়ের উপর যে মাদ্রাসা ধ্বংসের কথা বলেছে ভারতীয় বায়ুসেনা, তা আগের মতোই একই অবস্থায় রয়েছে৷ কংগ্রেসের তরফে দিগ্বিজয় সিং কেন্দ্রীয় সরকারের কাছে শীঘ্রই এয়ারস্ট্রাইকের ভিডিও প্রকাশ করার দাবি তোলেন৷ জানান, ২০১১ সালে আল-কায়দা প্রধান ওসামা বিন লাদেকে হত্যার ভিডিও প্রকাশ করেছিল আমেরিকা৷ ভারত সরকারেরও এয়ার স্ট্রাইকের ভিডিও প্রকাশ করা উচিত৷ সূত্রের খবর, তাঁর ইস্তফাপত্রে এই সমস্ত বিষয়গুলি উল্লেখ করেন কংগ্রেস বিনোদ শর্মা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ