Advertisement
Advertisement

Breaking News

মহারাষ্ট্র বিজেপি

মহারাষ্ট্রে অব্যাহত জোট-জট, আলাদাভাবে রাজ্যপালের সঙ্গে দেখা শিব সেনা-বিজেপির

কোন পথে এগোচ্ছে মারাঠাভূমের রাজনীতি?

BJP and Shiv Sena met the state Governor separately today.
Published by: Subhajit Mandal
  • Posted:October 28, 2019 2:56 pm
  • Updated:October 28, 2019 2:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে এখনও রফাসূত্র বের করতে পারল না বিজেপি। শিব সেনা এখনও মুখ্যমন্ত্রিত্বের দাবিতে অনড়। আবার বিজেপি সেনার এই দাবি মানতে নারাজ। একক বৃহত্তম দল হিসেবে মুখ্যমন্ত্রীর পদ তাদেরই প্রাপ্য বলে মনে করছে গেরুয়া শিবির। ফলে, ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। এরই মধ্যে জল্পনা বাড়িয়ে আলাদা আলাদাভাবে রাজ্যপালের সঙ্গে দেখা করল দুই শিবিরই।


সাধারণত সরকার গঠনের দাবি জানাতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন কোনও দল বা জোটের নির্বাচিত নেতা। এক্ষেত্রে বিজেপি-শিব সেনা জোটের তরফে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা। কিন্তু, এদিন দেখা গেল ফড়ণবিসের আগেই রাজ্যপাল ভগৎ সিং কৌশিয়ারির সঙ্গে দেখা করেছে শিব সেনার একটি প্রতিনিধিদল। সেনার প্রতিনিধিদলের নেতৃ্ত্বে ছিলেন দলের প্রভাবশালী নেতা দিবাকর রাওতে। সেনার তরফে অবশ্য জানানো হয়েছে এই বৈঠক সম্পূর্ণ অরাজনৈতিক। রাজ্যপালকে দীপাবলির শুভেচ্ছা জানাতেই রাজভবনে গিয়েছেন তাদের প্রতিনিধিরা।

Advertisement

[আরও পড়ুন: “৫০-৫০ ফর্মুলা ভুলে যান, বিজেপির নেতৃত্বেই সরকার হবে”, দাবি ফড়ণবিসের ]

এর কিছু পরই রাজভবনে যান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। টুইটারে নিজেই রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। ফড়ণবিসেরও দাবি, রাজ্যপালের সঙ্গে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। তবে, একই সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও যে আলোচনা হয়েছে, তা স্বীকার করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: দ্বিতীয়বার হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ খাট্টারের, উপমুখ্যমন্ত্রী হলেন দুষ্মন্ত চৌটালা ]

উল্লেখ্য, ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি পেয়েছে ১০৫টি আসন। যা জাদু সংখ্যার চেয়ে অনেকটাই কম। শিব সেনার হাতে ৫৬ বিধায়ক। যৌথভাবে এই দুই দলের সরকার গড়তে কোনও সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু, সেনা মুখ্যমন্ত্রিত্বের দাবি কিছুতেই ছাড়ছে না। ভোটের আগে হওয়া ৫০-৫০ চুক্তির কথা মনে করিয়ে সেনার তরফে আড়াই বছরের জন্য আদিত্য ঠাকরেকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, গতকালই ফড়ণবিস সাফ জানিয়ে দিয়েছেন, বিজেপি একক বৃহত্তম দল। তাই সরকার বিজেপির নেতৃত্বেই গঠন হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ