Advertisement
Advertisement
BJP MP

‘ধর্ম নিরপেক্ষ’ তকমা মুছতে দুই-তৃতীয়াংশ আসনে জেতান মোদিকে, বিস্ফোরক বিজেপি সাংসদ

আগেও ‘সাম্প্রদায়িক’ মন্তব্যের অভিযোগ উঠেছে কর্নাটকের বিজেপি সাংসদের বিরুদ্ধে।

BJP MP Says, Ensure Two-Thirds Majority To Remove
Published by: Kishore Ghosh
  • Posted:March 10, 2024 8:26 pm
  • Updated:March 10, 2024 9:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সাম্প্রদায়িক’ মন্তব্য করে বারবার বিতর্কে জড়িয়েছেন। এই বিজেপির (BJP) নেতা তথা মোদি মন্ত্রিসভার সদস্যকে একবার রাহুল গান্ধী তোপ দেগেছিলেন ‘ভারতবাসীর লজ্জা’, ‘মন্ত্রী হওয়ার অযোগ্য’। ছয় বছর আগ সংবিধান থেকে ‘ধর্ম নিরপেক্ষ’ শব্দটিকে মুছে ফেলার দাবি তুলেছিলেন। এবার কর্নাটকের (Karnataka) বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ে (Anantkumar Hegde) গেরুয়া সমর্থকদের কথা দিলেন, আপনারা ভোট দিন। বিজেপি যদি দুই-তৃতীয়াংশ আসন পায় তবে সংবিধান সংশোধন করা হবে। কার্যত ‘ধর্ম নিরপেক্ষ’ তকমা সরিয়ে ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ করা হবে বলে ইঙ্গিত দিলেন।

হেগড়ে জানান, সংসদের দুই কক্ষে দুই-তৃতীয়াংশ আসন পেলেই সংবিধান সংশোধনের পথে এগোনো যাবে। ‘কংগ্রেস সংবিধানে যে সব অপ্রয়োজনীয় বিষয়’ যোগ করেছে তা ছেটে ফেলা হবে। তবে এই পরিবর্তনের জন্য ‘জাদু সংখ্যায়’ পৌঁছতে হবে দলকে। পাঁচবারের সাংসদ আরও জানান, এর জন্য কমপক্ষে দেশের ২০টি রাজ্যে ক্ষমতায় আসতে হবে বিজেপিকে। হেগড়ে বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন ‘আব কি বার ৪০০ পার’। কেন ৪০০-র বেশি? লোকসভায় আমাদের দুই-তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা আছে, কিন্তু রাজ্যসভায় নেই। সব রাজ্যে সংখ্যা গরিষ্ঠতা নেই আমাদের।”

Advertisement

 

[আরও পড়ুন: মধ্যপ্রদেশে ‘হারাধন’ কংগ্রেস! বিজেপিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী-সহ একঝাঁক নেতা]

বিজেপি সাংসদের এহেন মন্তব্যে বেজায় চটেছে কর্নাটকের শাসক দল কংগ্রেস (Congress)। রাজ্যের উপমুখ্য মন্ত্রী ডি কে শিবকুমার (D K Shivkumar) বিজেপিকে সংবিধান বিরোধী বলে তোপ দেগেছেন। তিনি বলেন, “ওদের করতে দিন, সংবিধান সংশোধন করুক। এই কাজে সিলমোহর দিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর থেকেই স্পষ্ট হবে বাবা সাহেব আম্বেদকরের তৈরি সংবিধান বিরোধী বিজেপি।” এদিকে হেগড়ে মন্তব্যে অস্বস্তিতে পড়েছে দল। এমত অবস্থায় কর্নাটক বিজেপি টুইট করে জানিয়েছে, সাংসদ অনন্ত কুমার হেগড়ের সংবিধান সম্পর্কে মন্তব্য একান্তই তাঁর ব্যক্তিগত মতামত। দলের অবস্থানকে প্রতিফলিত করে না।”

 

[আরও পড়ুন: লোকসভার প্রার্থী খুঁজতে কর্পোরেট কায়দায় ইন্টারভিউ! পথ দেখাচ্ছেন স্ট্যালিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ