সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসকে টেক্কা দেওয়ার সমস্ত রাস্তা খোলা রেখে ২০১৯ লোকসভা নির্বাচনে দলীয় ইস্তেহার প্রকাশ করল বিজেপি৷ রাহুল গান্ধীদের মতোই কৃষকবান্ধব ইমেজ ফিরে পেতে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হল ইস্তেহারে৷ সোমবার দিল্লিতে বিজেপির ইস্তাহার প্রকাশ করে নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিলেন, ২০২২-এর মধ্যে ৭৫টি ‘সংকল্প’ পূরণ করবেন৷
[ আরও পড়ুন: জঙ্গি সংগঠনগুলিকে অর্থসাহায্য, হুরিয়ত নেতা মীরওয়াইজকে তলব এনআইএয়ের]
২০২২এ স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি৷ সেকথা মাথায় রেখেই ৭৫টি প্রতিশ্রুতি ধরা হল ইস্তেহারে৷ সবচেয়ে নজর কাড়ল কৃষকদের প্রতি একগাদা প্রতিশ্রুতি৷ সুদ ছাড়া কৃষিঋণ, কৃষক সম্মান নিধি-সহ একাধিক সুবিধা প্রদান করা হবে বলে ইস্তেহারে উল্লেখ রয়েছে৷ এমনকী কৃষকদের জন্য আলাদা মন্ত্রক খোলার কথাও বলা হয়েছে৷ গত বছর তিন রাজ্যের ক্ষমতায় ফিরে কংগ্রেস যেভাবে কৃষকদরদী হয়ে একাধিক পদক্ষেপ নিয়েছিল, লোকসভা ভোটের ইস্তেহারেও কৃষিঋণ নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল, তার পালটা হিসেবেই বিজেপির ইস্তাহার এমন কৃষকবান্ধব বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ৷ বলা হচ্ছে, ক্ষমতায় ফিরলে বিজেপি সুদ ছাড়াই কৃষিঋণ দেবে, কৃষকদের জন্য সম্মান নিধি চালু হবে৷ এসবের জন্য সুদহীন কিষাণ ক্রেডিট কার্ড বণ্টন করা হবে৷ কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতিও রয়েছে৷ আর তাঁদের জন্য একাধিক কর্মসূচি সাজাতে তৈরি হবে আলাদা একটি মন্ত্রকও৷ এদিন ইস্তেহার প্রকাশ করে নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা সময়ের মধ্যে পালন করতে পারব, এমন প্রতিশ্রুতিই ইস্তাহারে বলেছি৷ এক পথ, এক লক্ষ্য – এই স্লোগানকে সামনে রেখেই এগিয়ে যেতে চাই৷ ২০২২-এর মধ্যে ভারতকে উন্নত দেশের তালিকায় দেখতে চাই৷’
[ আরও পড়ুন: হিন্দুত্ব নিয়ে বিতর্কিত মন্তব্য, উর্মিলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা বিজেপির]
২০১৪-র মতো এবারও বিজেপির নির্বাচনী ইস্তাহারে ফের রাম মন্দির তৈরির কথা বলা হয়েছে৷ এছাড়া তিন তালাক বিরোধী আইন, জাতীয় নিরাপত্তায় বাড়তি নজর, কাশ্মীরি পণ্ডিতদের ফেরানো-সহ একাধিক প্রতিশ্রুতি পূরণের উল্লেখ রয়েছে৷ স্বচ্ছ ভারত অভিযানকে সামনে রেখে এদিন মোদি বলেন, আমজনতাকে শামিল করে এধরনের অভিযানের মধ্যে দিয়েই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব৷ ইস্তেহারে থাকছে সন্ত্রাসবাদ বিরোধিতায় জিরো টলারেন্স নীতি, প্রতিরক্ষার পরিকাঠামো উন্নয়ন, দেশের অন্যান্য প্রান্তে নাগরিক পঞ্জিকরণ চালু করা৷ এরাজ্যে নির্বাচনী প্রচারে এসে বিজেপি সর্বভারতীয় সভাপতি জানিয়েছিলেন, ক্ষমতায় ফিরলে বাংলাতেও এনআরসি চালু হবে৷ এবার নির্বাচনী ইস্তেহারেও সেকথা প্রকাশ করে বিজেপি বোঝাল, ক্ষমতায় ফিরলে অসমের মতো সব রাজ্যেই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে নাগরিকপঞ্জি থেকে বাদের কাজ শুরু হবে৷
#WATCH live from Delhi: BJP releases their manifesto for #LokSabhaElections2019 https://t.co/x4t3F7srhI
— ANI (@ANI) April 8, 2019