Advertisement
Advertisement

Breaking News

CBSE class 10 Result

CBSE দশমের ফলপ্রকাশ, পরীক্ষা ছাড়া পাশের হার ৯৯.০৪ শতাংশ

কোন ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল?

CBSE class 10th 2021: CBSE today declared the class 10 results at 12 pm
Published by: Sucheta Sengupta
  • Posted:August 3, 2021 12:18 pm
  • Updated:August 3, 2021 3:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Coronavirus) আবহে পরীক্ষা ছাড়াই প্রকাশিত হল চলতি বছরের CBSE-র দশম শ্রেণির ফলাফল। মঙ্গলবার ঠিক দুপুর ১২টা নাগাদ বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়েছে।পাশের হার ৯৯.০৪ শতাংশ। যা গত বছরের তুলনায় ৮ শতাংশ বেশি বলে হিসেব দিয়েছে বোর্ড। ২০২০ সালে  সিবিএসই দশমে পাশের হার ছিল ৯১.৪৬ শতাংশ।টেনশন নিয়ে ফলাফল জানার জন্য ওয়েবসাইট – cbseresults.nic.in.-এ সার্চ করছে দশম শ্রেণির পড়ুয়ারা। চলতি বছর দশমের মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল প্রায় ১৮ লক্ষ। এই প্রথম পরীক্ষা ছাড়া ফলাফল ঘোষণা করছে CBSE বোর্ড। পড়ুয়াদের ইন্টারনাল নম্বর, প্রজেক্টের উপর ভিত্তি করে মূল্যায়ন হয়েছে। তৈরি হয়েছে মার্কশিট। এই রাজ্যের বিভিন্ন  বোর্ডে পাশের হার একশো শতাংশ। সেই ট্রেন্ড অনুযায়ী, ২০২১-এ CBSE দশমে পাশের হার প্রায় ১০০ শতাংশই হবে। এমনটাই ভাবা হয়েছিল। কিন্তু দেখা গেল, ৯৯.০৪ শতাংশ ছাত্রছাত্রী কৃতকার্য হয়েছে।  এখনও ১৬,৬৩৯ জন পড়ুয়া নিজেদের ফলাফল জানতে পারেনি বলে খবর। তবে এবছর ফলাফল নিয়ে কোনও রিভিউ হবে না। এমনটাই জানাল  বোর্ড।

কীভাবে ফলাফল দেখতে পাবে পড়ুয়ারা? –
বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট www.cbse.gov.in.-এ ঢুকে হোম পেজ থেকে RESULTS লিংকে ক্লিক করতে হবে প্রথমে। তারপর Class X Results 2021 – এই লিংকে যেতে হবে। এরপর নিজের রোল নম্বর, স্কুলের রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর ফলাফল স্ক্রিনে ভেসে উঠবে। এরপর এখান থেকেই মার্কশিট ডাউনলোড করা যাবে। 

[আরও পড়ুন: Assam-Mizoram Conflict: আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতে Aizwal যাচ্ছেন অসমের দুই মন্ত্রী]

জানা গিয়েছে, সিবিএসই দশমে দক্ষিণ ভারতীয় রাজ্যগুলির পারফরম্যান্স দারুণ। তিরুঅনন্তপুরম জোনে  পাশের হার ৯৯.৯৯ শতাংশ। তারপরই রয়েছে বেঙ্গালুরু। সেখানে পাশের হার ৯৯.৯৬ শতাংশ। সবচেয়ে কম পাশের হার গুয়াহাটি জোনে – ৯০. ৫৪ শতাংশ। 

[আরও পড়ুন: বিরোধীদের নিয়ে Rahul Gandhi-র ‘Breakfast Meeting’, যোগ দিল TMC-ও, একাধিক কর্মসূচি গ্রহণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ