Advertisement
Advertisement

Breaking News

সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়াতে নয়া সার্চ ইঞ্জিন আনছে কেন্দ্র

জনগণের মনে দেশপ্রেমের ভাবধারা তৈরি লক্ষ্যে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের।

Centre mulls search engine to monitor social media
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 26, 2018 3:32 pm
  • Updated:May 26, 2018 3:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য লোকসভা৷ ফলে, সময় নষ্ট না করে এখন থেকেই ডিজিটালি এগোতে চাইছে কেন্দ্রের মোদি সরকার৷ ডিজিটাল দুনিয়ায় নিজের জমি আরও শক্ত ও নজরদারি বাড়ানোর লক্ষ্যে নতুন সার্চ ইঞ্জিন আনতে চলেছে দিল্লির সরকার৷

কী কাজ করবে এই সার্চ ইঞ্জিন? মূলত, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের উপর নজর রাখবে৷ সরকার চাইছে এমন কোনও ‘অ্যানালিটিকাল টুল’, যেটি সার্চ ইঞ্জিনের কাজ করবে৷ ব্যক্তিগত ভাবাবেগ, এমনকী চলতি খবরাখবর, হ্যাশট্যাগ-সহ চলে আসবে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে। যদিও কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠেৌর এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

Advertisement

[মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নতুন বিভাগ আনছে স্বরাষ্ট্র মন্ত্রক]

টুইটার, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে এ বার নজরদারি চালাবে কেন্দ্র। শুধু তাই নয়, দেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কোন কোন নেটওয়ার্কিং সাইটে অ্যাকাউন্ট রয়েছে, কাদের সঙ্গে কথা বলেন, কী পোস্ট তাও বিশদ জেনে নিতেই পারে কেন্দ্র। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এমনই একটি ব্যবস্থা নিতে চলেছে। চিনের সেন্সরশিপের প্ল্যাটফর্ম কিংবা আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থার ‘প্রিজমে’র মতোই এই নয়া ব্যবস্থায় দেশের নাগরিকরাও পড়তে চলেছেন নজরদারির আওতায়। সরকারের তরফে এই নিয়ম চালুর জন্য ডাকা হচ্ছে নিলাম।

Advertisement

[৫ মাসে ১১১টি শিশুর মৃত্যু, হাসপাতালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ]

৬৬ পৃষ্ঠার এই টেন্ডারে ২৪ x৭ ‘সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন হাবে’র কথা বলা হয়েছে। বেসরকারি সংস্থাগুলির কাছে প্রস্তাব রাখা হবে এই বিষয়ে। কীভাবে জনগণের চিন্তাভাবনাকে ইতিবাচক করে তোলা যায়, তাও এই নয়া ব্যবস্থা ঠিক করে দেবে। কীভাবে জনগণের মধ্যে দেশপ্রেমের ভাবধারা তৈরি করা যায়, তার জন্যও বিশেষ ব্যবস্থা থাকবে এই নয়া ‘টুলে’৷ এই ব্যবস্থায় গণমাধ্যমের জন্যও থাকছে বিশেষ একটি বিভাগ৷ ভুয়ো খবরে বিভ্রান্তি যাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের কোনও প্রান্তে ছড়িয়ে পড়তে না পারে, তাও খতিয়ে দেখা হবে। এছাড়াও দেশ ও বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ‘শিরোনাম’ ও ‘ব্রেকিং নিউজ’ কী হতে পারবে, তাও আঁচ করতে চেষ্টা করবে এই নয়া ‘অ্যানাটিলিকাল টুল’৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ