Advertisement
Advertisement
Tamil Nadu

বন্ধুকে পাঠিয়েছিলেন ২ হাজার টাকা, অ্যাকাউন্টে ৭৫৩ কোটি টাকা ঢুকতে দেখে থ ব্যক্তি

রাতারাতি কয়েকশো কোটি টাকার মালিক হয়ে কী করলেন তিনি?

Chennai man transfers Rs 2,000 to friend, finds Rs 753 crore in own account। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 8, 2023 4:26 pm
  • Updated:October 8, 2023 4:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎই নিজের ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে গিয়ে চমকে উঠলেন চেন্নাইয়ের এক ফার্মেসি কর্মী। আবিষ্কার করলেন তাঁর অ্যাকাউন্টে ঢুকেছে ৭৫৩ কোটি টাকা! মহম্মদ ইদ্রিস নামের এক ব্যক্তি এমনই অভিজ্ঞতার শরিক হলেন।

জানা যাচ্ছে, গত শুক্রবার এক বন্ধুকে ২ হাজার টাকা পাঠিয়েছিলেন ওই ব্যক্তি। পরে একবার তিনি নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করছিলেন। আর তখনই তিনি থ হয়ে যান। দেখেন তাঁর অ্যাকাউন্টে ঢুকেছে ৭৫৩ কোটি টাকা। তবে রাতারাতি কয়েকশো কোটির মালিক হয়েও হুঁশ হারাননি তিনি। সটান যোগাযোগ করেন ব্যাঙ্কের সঙ্গে। এরপরই তাঁর অ্যাকাউন্টটি ‘ফ্রিজ’ করে দেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: কলকাতার বড় মণ্ডপে কত ভিড়? জানিয়ে দেবে ডিসপ্লে বোর্ড]

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তামিলনাড়ুতে (Tamil Nadu) এমন ঘটনা ঘটল এই নিয়ে তৃতীয় বার। এর আগে এক ক্যাব চালকের অ্যাকাউন্টে এভাবেই ঢুকে পড়েছিল ৯ হাজার কোটি টাকা! এছাড়াও আর এক ব্যক্তির অ্যাকাউন্টে আচমকাই ৭৫৬ কোটি টাকা ঢুকে পড়েছিল। কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে তা এখনও পরিষ্কার নয়। স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এভাবে কোটি কোটি টাকা অ্যাকাউন্টে ঢুকে পড়ার ঘটনায়।

Advertisement

[আরও পড়ুন: পরকীয়ার টান? স্বামীর টাকাপয়সা হাতিয়ে নিখোঁজ ২ সন্তানের মা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ