Advertisement
Advertisement
Howrah

ধোঁয়ায় ভরল ইন্টারসিটি এক্সপ্রেসের কামরা, আগুন আতঙ্কে লাফিয়ে নামলেন যাত্রীরা

আগুন আতঙ্কের জেরে প্রায় আধঘণ্টা দেরিতে চলছে রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস।

Smoke seen in compartment of intercity express, passengers frightened

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:April 29, 2024 11:26 am
  • Updated:April 29, 2024 11:28 am

সুব্রত বিশ্বাস: সাতসকাল রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন আতঙ্ক। একটি কামরা থেকে ধোঁয়া বেরতে দেখে তীব্র আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। নিরাপত্তার স্বার্থে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। কেউ কেউ ভয়ে লাফিয়ে ট্রেন থেকে নেমে গেলেন। পরে অবশ্য পরিস্থিতি সামলে ফের গন্তব্যের দিকে রওনা দেয় ইন্টারসিটি এক্সপ্রেস। যদিও এই বিভ্রাটের জেরে তা বেশ দেরিতে চলছে।

সোমবার সকালে রাঁচি (Ranchi) থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেয় ইন্টারসিটি এক্সপ্রেস। ৬টা ২০ নাগাদ ঝাড়খণ্ডের (Jharkhand) জনহা স্টেশনের কাছে বি ২ কামরা থেকে ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। ছড়িয়ে পড়ে আগুন আতঙ্ক। ট্রেনটি সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে দেওয়া হয়। ধোঁয়ার খবর পেয়ে সেখানে ছুটে যান রেলকর্তারা। আতঙ্কে যাত্রীদের অনেকেই কামরা থেকে লাফিয়ে নেমে পড়েন।

Advertisement

[আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের দল ঘোষণায় চমক, কারা সুযোগ পেলেন নিউজিল্যান্ড স্কোয়াডে?]

দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) আদিত্য চৌধুরী জানিয়েছেন, ট্রেনের ব্রেক বাইন্ডিং থেকে ধোঁয়ার উৎপত্তি। নজরে আসার সঙ্গে সঙ্গে রেলকর্মীরা ট্রেন দাঁড় করিয়ে তা নিভিয়ে দেন। সকাল ৬.৫০ মিনিট নাগাদ হাওড়াগামী ইন্টারসিটি এক্সপ্রেস (Intercity Express) ফের রওনা দেয়। রক্ষণাবেক্ষণের ত্রুটিতেই এই ধরনের বিপত্তি বলে রেল সূত্রে জানা গিয়েছে। সিপিআরও আরও জানিয়েছেন, চাকার উপরিভাগের যন্ত্রে ময়লা, মবিল পড়ে থাকে। চাকার সঙ্গে ব্রেকের ঘর্ষণে তাপ উৎপন্ন হয়ে এমন ধোঁয়া বেরতে থাকে। তাতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও বড় বিপদের কারণ বলে আশ্বস্ত করেছে দক্ষিণ পূর্ব রেল (South Eastern Railway)।

Advertisement

[আরও পড়ুন: ইডেনে শাহরুখ যেন কোচ ‘কবীর খান’, ব্যাট হাতে ক্রিকেটের পাঠ দিলেন আব্রামকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ