Advertisement
Advertisement

Breaking News

Chief Justice

সুপ্রিম কোর্টের এজলাসে হুইস্কি নিয়ে আলোচনা! প্রবীণ আইনজীবীর সঙ্গে রসিকতা প্রধান বিচারপতির

ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল নিয়ে মামলার শুনানি চলছিল শীর্ষ আদালতে।

Chief Justice and Lawyer Joked About 'Love For Whiskey'
Published by: Kishore Ghosh
  • Posted:April 4, 2024 12:51 pm
  • Updated:April 4, 2024 12:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইন-আদালত গম্ভীর বিষয় হলেও বিচারক, আইজীবীরাও রক্তমাংসের মানুষ। সেকথা মনে করিয়ে দিয়েছিল বলিউডের সিনেমা ‘জনি এলএলবি’। বুধবার সুপ্রিম কোর্টেও (Supreme Court) সেই সত্যি প্রমাণিত হল। এদিন প্রবীণ আইনজীবী দীনেশ দ্বিবেদী (Dinesh Dwivedi) এবং প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) আইনের কচকচির বাইরে একটি বিরল আনন্দময় মুহূর্ত ভাগ করে নিলেন। গুরুগম্ভীর আদালতের এজলাসে বয়ে গেল একঝাঁক খোলা হাওয়া! রং খেলা নিয়ে প্রধান বিচারপতির একটি প্রশ্নের উত্তরে মজার ছলে দ্বিবেদী জানালেন তাঁর হুইস্কি প্রেমের কথা। হঠাৎ মদ নিয়ে কথা উঠল কেন?

ন’জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চে ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল নিয়ে একটি মামলার শুনানি চলছিল। শুরুতেই প্রবীণ আইনজীব দ্বিবেদী তাঁর চুলের একাধিক রংয়ের বিসয়ে সাফাই দেন। বলেন, ‘রঙিন চুলের জন্য ক্ষমাপ্রার্থী’। এর পর ঘরোয়া ঢংয়ে বলেন, ‘হোলির কারণে এটা হয়েছে। প্রচুর ছোট ছেলেমেয়ে, নাতি-নাতনিদের মধ্যে থাকার ফল। আপনি কিছুতেই নিজেকে বাঁচাতে পারবেন না।’ মজার মুহূর্তটিকে হাতছাড়া করেননি প্রধান বিচারপতি চন্দ্রচূড়। ঠাট্টা করে বলেন, ‘অ্যালকোহলের কোনও ভূমিকা নেই?’ এই কথায় আদালতে কক্ষে উপস্থিত সকলে হেসে ওঠেন।

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: মাটি খুঁড়তেই মুঘল আমলের রুপোর মুদ্রা! সংগ্রহ করতে হুড়োহুড়ি গ্রামবাসীদের]

চন্দ্রচূড়ের রসিকতাকে গ্রহণ করেন দ্বিবেদী। তিনি হেসে বলেন, ‘অব্যশ্যই ভূমিকা রয়েছে (অ্যালকোহলের)। হোলি মানেই পার্টি অ্যালকোহল…আমি স্বীকার করছি…আমি হুইস্কির ভক্ত।’ এমন কথায় গোটা আদালত কক্ষে হাসির ফোয়ারা ওঠে। এর পর অবশ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল সংক্রন্ত মামলার গুরুগম্ভীর শুননি শুরু হয়ে যায়। চেনা আবহাওয়ায় ফেরে শীর্ষ আদালতের এজলাস। 

 

[আরও পড়ুন: বিষ্ণুপ্রসাদ ও জন বার্লা ‘কাঁটায়’ বিদ্ধ বিজেপি! কাল মোদির সভায় যাবেন মন্ত্রী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ