Advertisement
Advertisement
Congress

‘দেশের স্বার্থে সংবিধান বদলাতে হবে’, বিজেপি প্রার্থীর ভিডিও ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি

কংগ্রেস শুরু থেকেই বলে আসছে বিজেপি এবার ৪০০ আসন টার্গেট করছে সংবিধান বদলের লক্ষ্যে।

Congress slams BJP over its Rajasthan candidate's 'samvidhanik badlav' remarks

জ্যোতি মৃধা। ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:April 3, 2024 8:56 pm
  • Updated:April 3, 2024 9:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই বয়ানের জন্য টিকিট পাননি অনন্ত হেগড়ে। এবার সেই একই ‘ভুল’ করলেন রাজস্থানের বিজেপি প্রার্থী জ্যোতি মৃধা (Jyoti Mridha)। ফের সংবিধান বদলের হুঁশিয়ারি দিলেন তিনি। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেত এবং শশী থারুরের টুইট করা এক ভিডিওতে জ্যোতি মৃধাকে বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে।

ওই ভিডিওয় তাঁকে বলতে শোনা গিয়েছে, দেশের স্বার্থে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সেটার জন্য সাংবিধানিক পরিবর্তনও দরকার। জ্যোতির দাবি, “এর জন্য এটি লোকসভা (Lok Sabha 2024) ও রাজ্যসভা উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা দরকার। লোকসভায় বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কিন্তু এতদিন রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা ছিল না। এবার তৃতীয়বারের মতো লোকসভায় শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে এনডিএকে।”

[আরও পড়ুন: চিনের আগ্রাসনের সাক্ষী মেষপালকরা, লাদাখবাসীর গতিবিধিতে বেড়ি]

ওই ভিডিও টুইট করে কংগ্রেসের (Congress) বক্তব্য, বিজেপি যে সংবিধান বদলের উদ্দেশ্যেই লোকসভায় ৪০০ আসন চাইছে, সেটা স্পষ্ট এই প্রার্থীর বক্তব্যেই। শশী থারুর বলছেন, “অনন্ত হেগড়ের পর এখন বিজেপি প্রার্থীরা প্রকাশ্যে বলছেন, বিজেপির লক্ষ্য সংবিধান পরিবর্তন করা।” জয়রাম রমেশ বলছেন, এটাই বিজেপির সুচিন্তিত কৌশল। যদিও কংগ্রেসের এই আক্রমণে পালটা মুখ খুলেছেন জ্যোতি। তিনি বলছেন, “বিজেপির উদ্দেশ্য হল জাতীর সেবা করা। সেই উদ্দেশ্যগুলির জন্য যদি সংবিধান সংশোধন করার প্রয়োজন পড়ে, তাহলে তা করা হবে।”

[আরও পড়ুন: মোদির সমালোচনায় ছিলেন সরব, এবার কংগ্রেস ছেড়ে বিজেপিতেই বিজেন্দর সিং]

কংগ্রেস শুরু থেকেই বলে আসছে বিজেপি এবার ৪০০ আসন টার্গেট করছে সংবিধান বদলের লক্ষ্যে। এবার বিজেপি জিতে গেলে সংসদীয় গণতন্ত্রের পক্ষে সেটা বিপজ্জনক হবে। সেটাই যেন বার বার বিজেপি প্রার্থীরা বুঝিয়ে দিচ্ছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ