Advertisement
Advertisement

Breaking News

Sanjay Nirupam

জোটসঙ্গী উদ্ধবকে ‘অশালীন’ আক্রমণ, সঞ্জয় নিরুপমকে বহিষ্কারের পথে কংগ্রেস

উত্তর-পশ্চিম মুম্বইয়ের টিকিট না পাওয়াতেই অশান্তি।

Congress To Expel Sanjay Nirupam? After He Targeted Ally
Published by: Kishore Ghosh
  • Posted:April 3, 2024 7:29 pm
  • Updated:April 3, 2024 7:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলবদলের আবহাওয়ায় শৃ্ঙ্খলাভঙ্গের অভিযোগে দলের এক সাংসদকে বহিষ্কারের পথে মহারাষ্ট্র কংগ্রেস (Maharashtra Congress)। জোটসঙ্গী শিব সেনা (Shiv Sena) তথা উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray) নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মারাঠাভূমের পরিচিত ডানপন্থী মুখ সঞ্জয় নিরুপমকে (Sanjay Nirupam) ছেটে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রাজ্য নেতৃত্ব। এই বিষয়ে লিখিত অভিযোগ পৌঁছে গিয়েছে শীর্ষ নেতৃত্বের টেবিলেও। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। কোন ‘অপরাধে’ ভোটের মুখে প্রাক্তন সাংসদ খোয়াতেও রাজি কংগ্রেস?

সংসদের উভয় কক্ষের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে অভিযোগ, উদ্ধবের শিব সেনা মহারাষ্ট্রে লোকসভা আসনগুলিতে প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই আক্রমণ শুরু করেছেন তিনি। ঝামেলার কারণ উত্তর-পশ্চিম মুম্বই আসনটি। নিরুপম ওই আসনে লড়তে চান। যদিও ঠাকরে শিবির আগেই অমল কীর্তিকারকে উত্তর-পশ্চিম মুম্বইয়ের প্রার্থী ঘোষণা করে দিয়েছে।

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: আগুনে গরমে পুড়বে গোটা দেশ, এপ্রিল-জুনে ভয়ংকর তাপপ্রবাহের সতর্কতা মৌসম ভবনের]

উল্লেখ্য, অমলের বাবা গজানন কীর্তিকারের কাছে ২০১৯ সালে হেরেছিলেন নিরুপম। বর্তমানে গজানন শিণ্ডে শিবিরের সদস্য। ইতিমধ্যে তিনি জানিয়েছেন, ছেলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এর ফলে ভোটের আগেই ওই আসনে জয়ের গন্ধ পাচ্ছে উদ্ধব শিবির। এর মধ্যেই জোটসঙ্গীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন নিরুপম। কংগ্রেস নেতা বলেছেন, উদ্ধবের চাপকে একেবারেই পাত্তা দেওয়া উচিত নয় কংগ্রেসের। কারণ কংগ্রেসের সাহায্য ছাড়া একটি আসনেও জয় পাবে না ওরা। শিব সেনার জন্য মুম্বই শহরের আসনগুলিতে দলের ক্ষতি হবে বলেও দাবি করেছেন তিনি।

 

[আরও পড়ুন: দুদিন নিখোঁজ থাকার পর ঘরে চেয়ারে বসা অবস্থায় উদ্ধার যুবকের পচাগলা দেহ! চাঞ্চল্য ট্যাংরায়]

উদ্ধবকে ব্যক্তি আক্রমণও শানিয়েছেন সঞ্জয়। বলেন, ‘বাঁচি খুচি শিব সেনা প্রমুখ’ অর্থাৎ পড়ে থাকা শিব সেনা প্রধান। পাশাপাশি অমল কীর্তিকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন কংগ্রেস নেতা। সঞ্জয়ের দাবি, কোভিডের সময় পরিযাযী শ্রমিকদের বিনামূল্য খাদ্য বিতরণের নাম ঘুষ নিয়েছিলেন অমল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য, দল ছাড়বেন বলেই জোট ভাঙতে সাক্ষাৎ ‘বিভিষণ’ হয়ে উঠেছেন সঞ্জয়। যদিও এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সমস্ত রাস্তা খোলা রয়েছে। সময় মতো সিদ্ধান্ত নেবো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ