১৪ আশ্বিন  ১৪৩০  সোমবার ২ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

Coronavirus: চতুর্থ ঢেউ অবশ্যম্ভাবী? দেশে একদিনে করোনা আক্রান্ত প্রায় ১৯ হাজার

Published by: Subhajit Mandal |    Posted: July 7, 2022 9:45 am|    Updated: July 7, 2022 11:42 am

Coronavirus: India reports 18,930 new cases, 14,650 recoveries | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চতুর্থ ঢেউয়ের দিকে দ্রুত গতিতে এগোচ্ছে দেশ! মাঝখানে দিন দু’য়েক করোনা গ্রাফ খানিক স্বস্তিদায়ক ছিল। কিন্তু বৃহস্পতিবার ফের একধাক্কায় অনেকটা ঊর্ধ্বমুখী সংক্রমণের গতি। দৈনিক সংক্রমণ, মৃত্যু, পজিটিভিটি রেট সবটাই ফের ঊর্ধ্বমুখী। যা আশঙ্কায় রাখছে বিশেষজ্ঞদের।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৩০ জন। যা গতকালের থেকে অনেকটাই বেশি। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লক্ষ ১৯ হাজার ৪৫৭ জন। যা গতকালের থেকে ৪ হাজার ২৪৫ জন বেশি। দেশে অ্যাকটিভ কেস ০.২৭ শতাংশে পৌঁছে গিয়েছে। দেশের পজিটিভিটি রেট আরও উদ্বেগের। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ৪.৩২ শতাংশ।

[আরও পড়ুন: ভোজ্য তেলের দাম লিটারে ১০ টাকা কমাতে হবে, সংস্থাগুলিকে নির্দেশিকা কেন্দ্রের]

রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৫ জন। এই সংখ্যাটাও গত কয়েক দিনের তুলনায় খানিকটা বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৩০৫ জন। করোনার দৈনিক আক্রান্তের সংখ্যায় স্বস্তি মিললেও সুস্থতার হার এখনও চিন্তার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৯ লক্ষ ২১ হাজার ৯৭৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৪ হাজার ৬৫০ জন। সুস্থতার হার কমের দাঁড়িয়েছে ৯৮.৫২ শতাংশ।

[আরও পড়ুন: পরপর বিমানে গোলযোগ, ইন্ডিগোর বিমানে ধোঁয়া, অবতরণের পরেই বন্ধ ভিস্তারার উড়ানের ইঞ্জিন]

দিন দুই আগে ইজরায়েলের এক বিজ্ঞানী দাবি করেছিলেন ভারতের করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএ-২৭৫-এর সন্ধান পাওয়া গিয়েছে। সেই আশঙ্কায় এবার সিলমোহর দিয়েছে WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিয়েছে ভারত-সহ কয়েকটি দেশে এই নতুন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে