Advertisement
Advertisement
স্মৃতি ইরানি

ভুয়ো ভিডিও পোস্ট করে রাহুলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ, বিতর্কে স্মৃতি

বিজেপি প্রার্থীর অভিযোগ খারিজ করল নির্বাচন কমিশন।

EC junks Smriti Irani's Charges of Booth Capturing by Congress
Published by: Subhajit Mandal
  • Posted:May 7, 2019 6:36 pm
  • Updated:May 7, 2019 6:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চম দফার ভোটের দিন রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন স্মৃতি ইরানি। টুইটারে এক মহিলার ভিডিও পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, রাহুল গান্ধী আমেঠিতে বুথ দখল করাচ্ছেন। বিজেপি প্রার্থীর অভিযোগ পাওয়া মাত্র সক্রিয় হয়ে ওঠে নির্বাচন কমিশন। গৌরীগঞ্জের যে বুথ নিয়ে স্মৃতি অভিযোগ করেছিলেন, কমিশনের তরফে সেই বুথের প্রিসাইডিং অফিসারকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পূর্ণাঙ্গ তদন্তের পরই ফাঁস হল আসল রহস্য। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে আনা বুথ দখলের অভিযোগ সম্পূর্ণ ভুয়ো।

[আরও পড়ুন: মমতা নয়, পুরুলিয়ার সভায় রাহুলের আক্রমণের নিশানায় মোদিই]

সোমবার ভোট চলাকালীন এক বিজেপি কর্মীর পোস্ট করা ভিডিওকে হাতিয়ার করে স্মৃতি ইরানি অভিযোগ করেন, নিজের কেন্দ্রে বুথ দখল করছেন কংগ্রেস সভাপতি। ভিডিওটিতে দেখা যায় এক বৃদ্ধা অভিযোগ করছেন, তাঁকে জোর করে কংগ্রেসে ভোট দিতে বাধ্য করা হয়েছে। তিনি বিজেপিতে ভোট দিতে চাইছিলেন। কিন্তু এক সরকারি আধিকারিক জোর করে তাঁর ভোট কংগ্রেসে দিয়ে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে গৌরীগঞ্জের গুজরটোলার ৩১৬ নং বুথে। এই ভিডিওকে হাতিয়ার করেই নির্বাচন কমিশনে অভিযোগ জানান স্মৃতি। তিনি বলেন, “আমি নির্বাচন কমিশনকে সতর্ক করেছি। আশা করছি তাঁরা ব্যবস্থা নেবে।” স্মৃতির অভিযোগ পেয়ে তৎপর হয়ে ওঠে কমিশন। সঙ্গে সঙ্গে গৌরীগঞ্জে পাঠানো হয় একজন সেক্টর অফিসার, একজন অবজার্ভার এবং অন্যান্য শীর্ষ আধিকারিকদের।

Advertisement

[আরও পড়ুন: ‘ইউপিএ আমলে সার্জিক্যাল স্ট্রাইকের রেকর্ড নেই’,আরটিআইয়ের উত্তরে জানাল প্রতিরক্ষা মন্ত্রক]

উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক লাক্কু ভেঙ্কটেশ্বরালু জানিয়েছেন স্মৃতি ইরানির অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, “স্মৃতির অভিযোগ পেয়েই বুথে আমরা বিশেষ অফিসারদের পাঠায়। অবজার্ভাররা পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলেছেন। বুথের অন্য আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন তাঁরা। তাঁরা জানিয়েছেন, ওই ভিডিওতে যে দাবি করা হয়েছে তা ভুয়ো। বাস্তবে এর কোনও ভিত্তি নেই।” নির্বাচন কমিশনের এই বিবৃতির পরই স্মৃতি ইরানিকে কটাক্ষ করছেন কংগ্রেস নেতারা। তাদের অভিযোগ, শুধু রাহুলকে বদনাম করতে ভুয়ো খবর ছড়াচ্ছে বিজেপি।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ