BREAKING NEWS

১০ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

এগরা বিস্ফোরণ কাণ্ড: ওড়িশা থেকে সিআইডি’র হাতে আটক ভানু বাগের জামাই

Published by: Sucheta Sengupta |    Posted: May 20, 2023 2:28 pm|    Updated: May 20, 2023 2:36 pm

Egra blast and death: CID detains main accussed Bhanu Bag's son-in-law from Odissa

ফাইল ছবি।

রঞ্জন মহাপাত্র, কাঁথি: এগরা বিস্ফোরণকাণ্ডে সিআইডি-র (CID) হাতে এবার আটক মূল অভিযুক্ত ভানু বাগের জামাই। ওড়িশার (Odissa) বালেশ্বরের কামারদা থানা এলাকার মহাগোপ গ্রাম থেকে শনিবার সকালে নিশিকান্ত পাল নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে খবর। কামারদা থানাতেই তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ট্রানজিট রিমান্ডে তাকে এ রাজ্যে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সিআইডি (CID) ও পুলিশের। তবে এখনও অধরা ভানুর স্ত্রী, অন্যতম অভিযুক্ত গীতা বাগ। তাঁর সন্ধানে ওড়়িশায় চলছে তল্লাশি।

দিন তিনেক আগে পূর্ব মেদিনীপুরের এগরার (Egra) খাদিকুলে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে প্রথমে ৯ জনের মৃত্যু হয়। পরে কলকাতার এসএসকেএমে (SSKM) চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা যান। ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। তদন্তে নেমে সিআইডি জানতে পারে, কারখানার মালিক তথা মূল অভিযুক্ত ভানু বাগ। তিনিও বিস্ফোরণে জখম হয়ে প্রাণ হারিয়েছেন। ভানুর যাবতীয় ব্যবসার সঙ্গে ওড়িশার যোগ রয়েছে। তাই অভিযুক্তদের সন্ধানে ওড়িশায় অভিযান চালায় সিআইডি ও পুলিশের একটি দল।

[আরও পড়ুন: বানচাল শুভেন্দুর পরিকল্পনা? ‘বাতিল, রুচিহীন’ সোনালি গুহকে আর দলে চায় না বিজেপি]

শনিবার ওড়িশা থেকেই আটক করা হয়েছে ভানু বাগের জামাই নিশিকান্ত পালকে। সিআইডি সূত্রে খবর, এদিন ওড়িশার বালেশ্বরের মহাগোপ গ্রাম থেকে আটক করা হয়েছে জামাইকে। এখান থেকেই ওড়িশায় বাজির কারবার চলত। পুলিশের কাছে খবর ছিল, ভানু বাগের স্ত্রী পালিয়ে গিয়ে ওড়িশায় জামাইয়ের বাড়িতে আত্মগোপন করেছে। ওড়িশার বালেশ্বরের কামারদা পুলিশ স্টেশনে জামাইকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। জামাই গীতাকে গোপনে অন্যত্র সরিয়ে রেখেছে পুলিশ সূত্রের খবর। পুলিশের খাতায় সিআইডির খাতায় গীতা অন্যতম আসামি। ওড়িশায় এই জামাইয়ের বাড়ি থেকে বাজি কারবারের কর্মকাণ্ড চলত। এমনটাও পুলিশ সূত্রে খবর।

[আরও পড়ুন: ‘কেন্দ্রের এজেন্সিরাজ আমাদের কাজ কঠিন করছে’, অভিষেকের CBI হাজিরার পর তোপ মমতার]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে