Advertisement
Advertisement

Breaking News

নায়ডু

রাহুল বা মমতা নয়, বিরোধীদের প্রধানমন্ত্রী হিসেবে এই নেতাকেই চাইছেন দেবেগৌড়া

রাজি হবেন রাহুল-মমতারা?

H D Deve Gowda backs Chandrababu to be the next PM
Published by: Subhajit Mandal
  • Posted:April 9, 2019 5:58 pm
  • Updated:April 17, 2019 1:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি বিরোধী মহাজোট তৈরির প্রচেষ্টা দীর্ঘদিনেরগত দু’বছরে একাধিক ইস্যুতে বিরোধী শিবিরকে এক মঞ্চে দেখাও গিয়েছে। কিন্তু এখনও বিরোধী জোটের মুখ কে হবে তা নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি বিরোধী শিবির। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিএসপি সুপ্রিমো মায়াবতী মায়াবতী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, টিডিপি প্রধান চন্দ্রবাবু নায়ডু এবং সর্বোপরি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, প্রত্যেকেই রয়েছেন প্রধানমন্ত্রিত্বের দৌঁড়ে।

[আরও পড়ুন: জঙ্গিদের ডেরায় ঢুকে খতম করাই নতুন ভারতের নীতি: নরেন্দ্র মোদি]

প্রতিটি দলেরই দাবি, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য তাদের নেতাই। এই পরিস্থিতিতে, বিরোধী জোটের নেতা নির্বাচন যে বেশ কঠিন কাজ তা বুঝেই হয়তো প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়টি ভোটের পর ঠিক করার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী শিবির। আসলে মুশকিল হল, যাঁরা যাঁরা প্রধানমন্ত্রিত্বের দৌঁড়ে আছেন, এদের কারও পক্ষেই একার শক্তিতে মোদিকে হারানো সম্ভব নয়। তাই, ভোটের আগে সম্ভাব্য প্রধানমন্ত্রীর নাম নিয়ে মুখে রা কাটছেন না বিরোধী শিবিরের শীর্ষ নেতারা।

Advertisement

আবার এর মধ্যেই যাঁরা প্রধানমন্ত্রিত্বের দৌঁড়ে নেই, তাঁরা নিজেদের পছন্দের নাম প্রস্তাবও করছেন। ইতিমধ্যেই ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন প্রধানমন্ত্রী হিসেবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নাম প্রস্তাব করছেন। আরজেডি নেতা তেজস্বী যাদবেরও পছন্দ রাহুল। অন্যদিকে, প্রধানমন্ত্রী হিসেবে মমতার নাম প্রস্তাব করেছেন কংগ্রেসের জোটসঙ্গী তথা কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। কিন্তু, ছেলের উলটো পথে হাঁটলেন কুমারস্বামীর বাবা দেবেগৌড়া। রাহুল নন, বরং প্রধানমন্ত্রী হিসেবে তাঁর পছন্দ চন্দ্রবাবু নায়ডুকে।

Advertisement

[আরও পড়ুন: বর সেজে ঘোড়ায় চেপে মনোনয়ন জমা দিতে গিয়ে বিপাকে প্রার্থী]

সোমবার অন্ধ্রপ্রদেশে যৌথভাবে প্রচারে বেরিয়েছিলেন জেডিএস সুপ্রিমো দেবেগৌড়া এবং টিডিপি সুপ্রিমো নায়ডু। সেখানেই নায়ডুর ভূয়সী প্রশংসা শোনা যায় দেবেগৌড়ার মুখে। তিনি চন্দ্রবাবু নায়ডুকে হবু প্রধানমন্ত্রী বলে সম্বোধন করেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর মতে, যেভাবে দেশের বিভিন্ন প্রান্তের নেতাদের চন্দ্রবাবু একত্রিত করেছেন, তা সত্যিই প্রশংসাযোগ্য। যদিও, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, কোনও পদের লোভ তাঁর নেই। তিনি মোদি সরকারের দুর্নীতির অবসান ঘটাতে চান শুধু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ