Advertisement
Advertisement

Breaking News

হান্দওয়ারায় লাগাতার গুলির লড়াই, নিকেশ ২ লস্কর জঙ্গি

এখনও পর্যন্ত গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন মোট চারজন৷

Handwara encounter enters 3rd day
Published by: Sayani Sen
  • Posted:March 3, 2019 8:58 am
  • Updated:March 3, 2019 9:10 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ফিরে আসার পরেও শান্তি ফেরেনি উপত্যকায়৷ টানা তিনদিন ধরে দফায় দফায় সেনা ও জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু কাশ্মীরের হান্দওয়ারার বাবাগুন্ডে৷ রবিবার সকালেও জারি এনকাউন্টার৷ এখনও পর্যন্ত এই ঘটনায় শহিদ হয়েছেন সিআরপিএফ এবং পুলিশ-সহ মোট চারজন৷ খতম দুই লস্কর জঙ্গি৷

[অকথ্য মানসিক নির্যাতনের শিকার, দেশে ফিরে অভিজ্ঞতা জানালেন অভিনন্দন]

গত ১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিনে রক্তাক্ত হয়ে ওঠে পুলওয়ামা৷ সিআরপিএফ কনভয়ে ঢুকে হামলা চালায় জঙ্গিরা৷ শহিদ হন চল্লিশেরও বেশি সিআরপিএফ জওয়ান৷ এই ঘটনার পর ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানকে প্রত্যাঘাত করে ভারতীয় বায়ুসেনা৷ মিরাজ-২০০০ বোমারু বিমানের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের বালাকোটের জইশ, লস্কর এবং হিজবুল জঙ্গি ঘাঁটি৷ ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে তার পরেরদিন ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে পাক যুদ্ধবিমান এফ-১৬৷ তাকে ধাওয়া করতে করতে সীমান্ত টপকে পাকিস্তানে ঢুকে পড়ে ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান৷ যার পাইলট ছিলেন অভিনন্দন বর্তমান৷ পাক সেনার হাতে বন্দি হন তিনি৷ নানা টানাপোড়েনের পর শুক্রবার রাতে ভারতের হাতে তুলে দেওয়া হয় উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে৷ শান্তিরক্ষার জন্য ভারতের বীরপুত্রকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত বলেই জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ মুখে শান্তির বার্তা দিলেও, সংঘর্ষবিরতি লঙ্ঘন জারি রেখেছে পাকিস্তান৷

Advertisement

[জামাতকে নিষিদ্ধ করার ফল ভুগতে হবে, হুঁশিয়ারির সুর মুফতির গলায়]

অভিনন্দন দেশে ফেরার আগেই শুক্রবার সন্ধে থেকে জম্মু-কাশ্মীরের একাধিক জায়গায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান৷ ওইদিন থেকে হান্দওয়ারার বাবাগুন্ডে শুরু হয় গুলির লড়াই৷ জনবসতি এলাকা লক্ষ্য করে ক্রমাগত গুলি ও মর্টার ছুঁড়ছে পাকিস্তানের সেনাবাহিনী। পালটা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। রবিবার পর্যন্ত একটানা তিনদিন ধরে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই৷ এখনও পর্যন্ত সিআরপিএফ জওয়ান এবং পুলিশকর্মী-সহ মোট চারজন শহিদ হয়েছেন৷ নিকেশ করা হয়েছে দুই জঙ্গিকে৷ তারা লস্কর-ই-তৈবার সদস্য বলেই জানা গিয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ