Advertisement
Advertisement

Breaking News

চিনা বাঁধে বন্যার মুখে অরুণাচল প্রদেশ, পালটা দিতে ব্যারেজ তৈরির পরিকল্পনা কেন্দ্রের

তিব্বতের নদীতে চিনা বাঁধের জেরে ভাসতে পারে অরুণাচল প্রদেশ।

India plans to construct barrage in Arunachal Pradesh to counter Chinese dam | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 7, 2023 7:02 pm
  • Updated:September 7, 2023 7:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনকে (China) ঠেকাতে এবার ব্যারেজ তৈরি করতে চলেছে কেন্দ্র। অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) সিয়াং নদীর উপরে তৈরি হবে নতুন ব্যারেজ। কারণ সীমান্তের অদূরেই তিব্বতের (Tibet) মেদং জেলায় বিশাল বাঁধ প্রকল্প শুরু করতে চলেছে চিনা প্রশাসন। তাদের এই বাঁধের জেরে বন্যায় ভাসতে পারে অরুণাচল প্রদেশের বিশাল এলাকা। রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু জানিয়েছেন, চিনাদের ‘সংঘটিত’ বন্যার হাত থেকে অরুণাচলকে বাঁচাতে বিশাল ব্যারেজ তৈরি করতে চলেছে কেন্দ্র।

অরুণাচলের বিধানসভার অধিবেশন চলাকালীনই চিনা বাঁধ প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস বিধায়ক লোম্বো তায়েং। তিনি বলেন, “যদি এই চিনা বাঁধ তৈরি হয়ে যায়, তাহলে সিয়াংয়ের কী পরিস্থিতি হবে? হতে পারে জলের স্রোত অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার ফলে একেবারে শুকিয়ে গেল সিয়াং নদী। অন্যদিকে, বাঁধের জল বেড়ে গিয়ে সিয়াং, অসম, বাংলাদেশের বিশাল এলাকায় বন্যাও হতে পারে। যদি আমরা সঠিক পরিকাঠামো গড়ে তুলতে না পারি তাহলে সমস্যায় পড়বে রাজ্যের বিশাল এলাকা।” 

Advertisement

[আরও পড়ুন: কেন্দ্রের ইশারা? মিশে যাচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও বম্বে স্টক এক্সচেঞ্জ!]

এই প্রশ্নের জবাব দিতেই মুখ খোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী খাণ্ডু। তিনি বলেন, চিনের বাঁধ দেওয়া নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ভারত। চিনা কার্যকলাপে যেন ভারতের নদীর জলস্তরে কোনও সমস্যা না হয়, সেদিকে নজর দেওয়া হবে। তার জন্যই সিয়াং নদীর উপরে বিশাল ব্যারেজ তৈরি করা হবে। এই ব্যারেজ তৈরি নিয়ে সিয়াংয়ের স্থানীয় জনতার মনে বেশ অসন্তোষ দেখা দিয়েছে। তাই মুখ্যমন্ত্রী নিজে গিয়ে ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বিধানসভায়।

Advertisement

প্রসঙ্গত, তিব্বতের ইয়ারলুং সাংপো নদীটি অরুণাচল প্রদেশে ঢুকে সিয়াং নাম নেয়। তারপরে অসমে ঢোকার পর ব্রহ্মপুত্র নাম নেয় এই নদী। অবশেষে বাংলাদেশে যমুনা নামে ঢুকে বঙ্গোপসাগরে মিশে যায় নদীটি। বিশেষজ্ঞদের অনুমান, চিন এই নদীর উপরে বাঁধ দিলে অরুণাচল প্রদেশ এলাকায় জলস্তর বাড়বে। ফলে বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে অরুণাচল প্রদেশ, অসম। তবে সেই ক্ষতি রুখতেই এবার ব্যারেজ তৈরির পরিকল্পনা কেন্দ্রের।

[আরও পড়ুন: ‘সনাতন ধর্ম আসলে কুষ্ঠ, এইডসের মতো’, উদয়নিধিকে ছাপিয়ে গেলেন এ রাজা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ